তাঁর সম্পর্কে স্ত্রী মারিয়ার ধারণা প্রসঙ্গে আরশাদ বলেন, ‘মারিয়া আমার বেশকিছু কাজের প্রশংসা করেছেন, তবে আবার আমি অভিনয় করেছি, এমন বহু প্রকল্পই ওঁর পছন্দ হয়নি। তবে মারিয়া এটা বিশ্বাস করে যে আমি ভালো অভিনেতা।’
আরশাদ ও মারিয়া
আরশাদ ওয়ারসি, বলিউডের এই নামটির সঙ্গে এখন আর আলাদা করে পরিচয় করানোর দরকার নেই। গোলমাল, ধামাল, মুন্নাভাই সিরিজ সহ একাধিক হিট ছবি দিয়েছেন আরশাদ। সম্প্রতি ওয়েব সিরিজ 'অসুর'-এ দেখা গিয়েছে আরশাদকে। যদি আরশাদ বলছেন, তাঁর কেরিয়ার নিয়ে স্ত্রী মারিয়া গোরেটির দৃষ্টিকোণ সম্পূর্ণ আলাদা।
আরশাদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, স্ত্রী মারিয়া ‘অসুর’ দেখেননি। কারণ, আতঙ্কিত হয়ে পড়বেন এমন কোনও ছবি বা সিরিজ তিনি দেখতে পছন্দ করেন না। তথাকথিত হালকা বিনোদন মূলক বিষয়বস্তুই বেশি পছন্দ মারিয়ার। 'অসুর'-এর মতো বিষয় মারিয়ার একেবারেই পছন্দ নয়। তাঁর সম্পর্কে স্ত্রী মারিয়ার ধারণা প্রসঙ্গে আরশাদ বলেন, ‘ও আমার বেশকিছু কাজের প্রশংসা করেছেন, তবে আমি অভিনয় করেছি, এমন বহু প্রকল্পই ওঁর পছন্দ হয়নি। মারিয়া কিন্তু এটা বিশ্বাস করে যে আমি ভালো অভিনেতা।’