সদ্য সাবালিকা হলেন, কিন্তু তাতে কী এর মধ্যেই তিনি জমিয়ে সংসার করে ফেলেছেন। কিন্তু একি! তিনি যে এখন মৃত্যুশয্যায়। কার কথা বলছি? আরাত্রিকা মাইতি, চিনতে পারলেন না? আপনদের সকলের পছন্দের মিতুল। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে যাঁকে দেখা যাচ্ছে সেই মিতুল ওরফে আরত্রিকার ১৩ ডিসেম্বর জন্মদিন ছিল। এদিন তিনি ১৮ বছরে পা দিলেন। কিন্তু জন্মদিনের দিনই অভিনেত্রীকে পড়তে হল চরম কটাক্ষের মুখে! কিন্তু কেন?
খেলনা বাড়ি ধারাবাহিকে দেখা যাচ্ছে মিতুলের গুলি লেগেছে। শুধু তাই নয়, তিনি মারাও গিয়েছেন, এমনটাই চিকিৎসকরা বলে দিয়েছেন বাড়ির লোকের কাছে। কিন্তু একি! মনিটরে যে হার্টবিট দেখা যাচ্ছে! ব্যাস আর এই সুযোগ ছাড়ে দর্শক তথা নেটিজেনরা? এই দৃশ্য দেখেই শুরু হয়েছে ট্রোল। চলছে মীমের বন্যা। কেউ কেউ বলছেন, 'লেখিকা কী বলতে চেয়েছেন? কিছুই তো ঠিক করে বুঝলাম না! ডাক্তাররা এত কিছু করেও বুঝল না যে ওর হার্ট কাজ করছে।'

খেলনা বাড়ি ধারাবাহিকের দৃশ্য
সে তো দর্শকদের মন্তব্য! সদ্য সাবালিকা হওয়া অভিনেত্রী এই বিষয়টি কেমন ভাবে দেখছেন? আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'বিষয়টা আমার বেশ ভালোই লাগছে। আমি উপভোগই করছি গোটা বিষয়।' তিনি জানান, অনেকেই তাঁকে নিয়ে চিন্তিত। তাঁরা ভাবছেন তিনি সত্যি অসুস্থ। অনেকেই নাকি জিজ্ঞেস করেছেন যে তিনি কবে সুস্থ হবেন। ঠিক হয়ে যাবেন কিনা। অভিনেত্রীর মতে, 'মিতুল মৃত্যুশয্যায় এটা তো ভালো। দর্শকরা যেমন চর্চা করছে করুক না। মন্দ কী? ভালো চর্চা যেমন চর্চা, মন্দও তো তাই! নেতিবাচক চর্চা হলেও দর্শকরা সেটা গ্রহণ করেছেন বলেই না চর্চা করছেন।' তাঁর জীবন জুড়ে এখন কেবল এই ধারাবাহিক। খেলনা বাড়ির সেটেই তিনি তাঁর জন্মদিন কাটিয়েছেন। রাতে মা বাবার সঙ্গে কেট কেটেও উদযাপন করেন জন্মদিন। বাংলাদেশ থেকে তাঁর এক ভক্ত তাঁর জন্য কেক পাঠান। সেই কথা তিনি সকলের সঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট করে ভাগ করে নেন।
চলতি বছরের মে মাসেই এই ধারাবাহিক শুরু হয়েছে। আরাত্রিকাকে এর আগে ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে এই ধারাবাহিকে বিশ্বজিৎ ঘোষ অভিনয় করছেন। জি বাংলায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।