‘বড় ভাই’কে আরও বেশি করে সামনে আনার শপথ নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কথা রাখলেন তিনি। ২০২৩ শেষ হওয়ার আগেই মিলল সুখবর! দিন কয়েক আগেই টলিপাড়ার সদ্য বিবাহিত নায়ক জানিয়েছিলেন বয়সে পরিচালক পরমব্রত, অভিনেতা পরমব্রতর চেয়ে মাস কয়েকের বড়। অথচ অভিনেতা হিসাবে তাঁর পরিচিতি বেশি। এবার সেই ভাবনা বদলের চেষ্টায় নায়ক থুড়ি পরিচালক পরমব্রত। এবার অঞ্জন দত্ত ও অপর্ণা সেন জুটি বাঁধছেন পরিচালক পরমব্রতর আসন্ন এক প্রোজেক্টের জন্য। ‘দীপ জ্বেলে যাই’ ছবির জন্য ‘এই রাত তোমার আমার’ গানটি বেঁধেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেই গানের রেশ ধরেই এই ছবির টাইটেল। এই ছবিতে অভিনয়ও করবেন পরমব্রত। শোনা যাচ্ছে, তাঁর অভিনীত চরিত্রটিতে হেমন্ত মুখোপাধ্যায়ের ছায়া থাকবে, তবে এটি কারুর বায়োপিক নয়। একটা রাতের ঘটনা উঠে আসবে ‘এই রাত তোমার আমার’-এ। থাকবে কিছু অতীত স্মৃতি আর সম্পর্কের টানাপোড়েনের ঝলক। এই ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে হইচই স্টুডিয়োজ। বুধবার অনুষ্ঠিত হয়েছে ছবির শুভ মহরত। সদ্যই আয়ারল্যান্ডে হানিমুন সেরে ফিরেছেন পরমব্রত, কলকাতায় ফিরেই পুরোদস্তুর কাজে মন তাঁর। তবে এখনই এই ছবির ব্যাপারে টুঁ শব্দ করতে চান না পরমব্রত। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছে অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে। দুই দুঁদে অভিনেতার টক্কর মন কেড়েছিল দর্শকদের, এবারও তাঁদের একফ্রেমে দেখতে উৎসাহী হবেন বাংলা সিনেপ্রেমীরা তা বলাই যায়। বাংলা ছবিতে পরিচালক হিসাবে নিজের দক্ষতার ছাপ আগেই রেখেছেন পরম। অভিনয় আর পরিচালনা সমানতালে চালাচ্ছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর পরিচালক পরমব্রত, যা বাঙালির খুব প্রাণের ছবি। এই বছর ‘হাওয়া বদল টু’র কাজ শেষ করেছেন তিনি। হইচই গত মাসেই মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ‘পর্ণশবরীর শাপ’। এই সিরিজের দ্বিতীয় সিজনও আসবে। পাশাপাশি আগামী বছরে হিন্দি ছবির পরিচালক হিসাবেও দেখা মিলবে পরমব্রতর। বলিউডে কী কী প্রজোক্ট হাতে রয়েছে পরমব্রতর? সুধীর মিশ্রার সঙ্গে একটি অ্যান্থোলজির কাজ শেষ করেছেন অভিনেতা। এর বাইরে একটা হিন্দি ছবির শ্যুটিং শেষ করেছেন, অভিনেতা হিসাবে আরও দুটি ছবিতে কাজের প্রস্তাব রয়েছে। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে পরম জানান, ‘আগামী বছর একটা বড় হিন্দি প্রোজেক্ট পরিচালনার কথা রয়েছে’। বক্স অফিস সাফল্য তাঁকে একদম ভাবায় না তা নয়। চেনা ময়দানেও ধরে খলেতে চান পরমব্রত। বিয়ে বিতর্ককে উপেক্ষা করে কাজের জগতে বেজায় ব্যস্ত পরমব্রত চট্টোপাধ্যায়। আপাতত ‘এই রাত তোমার আমার’-এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী বছরের গোড়ার দিকে শুরু হবে শ্যুটিং।