দক্ষ অভিনেত্রী, আবার ব্যক্তিগত জীবনেও আপন মর্জির মালিক অপরাজিতা আঢ্য। কাজের ফাঁকে বাকি জীবনটা নিজের মতো করে বাঁচারই পক্ষপাতী তিনি। গত ২২ ফেব্রুয়ারি ছিল অপরাজির জন্মদিন। ওইদিন বাড়িতে শাশুড়ি মায়ের হাতে রান্নাকরা পঞ্চ ব্যঞ্জনে মধ্যাহ্ন ভোজ সেরেছেন অভিনেত্রী। আবার তাঁর জন্য ছিল বান্ধবীর বিশেষ চমক। ওইদিন ফুল দিয়ে সাজিয়ে অপরাজিতাকে দেবীজ্ঞানে পুজো করেছেন তাঁর কাছের বন্ধু সোমা।
তবে এখানেই শেষ নয়, জন্মদিনের রাতে বন্ধুদের নিয়ে জমিয়ে পার্টি করেছেন অপরাজিতা। ‘যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে’ কিংবা ডিঙ্কাচিকা সহ একাধিক জমকালো গানে জমিয়ে ঠুককো লাগাতে দেখা গিয়েছেন অভিনেত্রীকে। বন্ধুদের সঙ্গে রাত পার্টি জমিয়ে দিয়েছেন একাই। তারই কিছু ঝলক উঠে এসেছে টলিউড অনলাইনের সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিয়ো দেখে বহু অনুরাগী যেমন অপরাজিতাকে ভালোবায় ভরিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘লাইফ এর সেরা মুহূর্ত কাটছে…।’ আবার নীতি পুলিশরা তাঁকে 'ন্যাকা', ‘কচি খুকি বলেও আক্রমণ করতেও ছাড়েননি।’
আরও পড়ুন-সদ্য মহা কুম্ভ থেকে ফিরেছেন, জন্মদিনে অপরাজিতাকেই পুজো বান্ধবী সোমার