'আজ এ গানের তালে হৃদয় দোলে/মিঠে বাতাস যায় রে বয়ে/হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসী মন দোলে/ওলো সুজন আমার ঘরে তবু আইল না/এ পোড়া মনের জ্বলন কেন বুজল না' এই গানটি শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু তেমনই খুব মানুষই জানেন যে এটা পরশপাথর ব্যান্ডের গান। গানটি গেয়েছেন এবং লিখেছেন অনিন্দ্য বসু। যেহেতু গানটির ভাষা বা সুর লোকসঙ্গীতের মতো তাই অনেকেই ধরে নেন এটাও বুঝি কোনও প্রচলিত লোকগান। কিন্তু সেটা নয়। আর নেটিজেনদের বারবার এই এক ভুল দেখতে দেখে বিরক্ত হয়ে গিয়েছেন গায়ক। নিজের গানকে প্রচলিত গান বলে চলতে দেখে ক্ষোভ উগরে দিলেন শহর ব্যান্ডের লিড ভোকালিস্ট অনিন্দ্য বসু।
ফেসবুকে কী লিখলেন অনিন্দ্য?
এদিন ফেসবুকের পাতায় অনিন্দ্য বসু ক্ষোভ উগরে দেন নেটিজেনদের বিরুদ্ধে। যাঁরা মনে করেন যে সুজন গানটি আদতে একটি লোকগান তাঁদের একহাত নিয়ে একটা লম্বা পোস্ট করেন। জানান এটি আদ্যোপান্ত তাঁর লেখা এবং গাওয়া গান।
আরও পড়ুন: '১০টাই বক্স অফিসে!' সৃজিতের পুজো রিলিজ মানেই হিট! ছবির তালিকা দিয়ে কী লিখলেন?
আরও পড়ুন: ছিল 'বাঙালি' হল 'বাংলা'! রাজ্য সঙ্গীতে বদলে গেল রবি গানের লিরিক্স
অনিন্দ্যর কথায়, 'গানটা যথেষ্ঠ জনপ্রিয়। পাড়ার স্টেজ থেকে শুরু করে নামীদামী টিভি চ্যানেলগুলোতে এই গান গাওয়া বা এর সঙ্গে নাচ আজও চলছে। বেশ ক'দিন ধরে একটা কথা কানে আসছে যে এই গানটা প্রচলিত বা লোকগান! এমনকি কিছুদিন আগে আমাকে আমার এক ভাই দু-চারটে ভিডিয়ো দেখাল, লোকজন দিব্য প্রচলিত লোকগান হিসেবেই নাচছে, গাইছে! বাংলাদেশের এক শিল্পীকে তো দেখলাম নিজের মতো কথা সুরে, নিজস্ব মনের মাধুরী মিশিয়ে, 'বাউল' সেজে গানটার মিউজিক ভিডিয়োও বানিয়ে ফেলেছেন!'