বিগ বস ১৭ এর এবারের প্রতিযোগীদের নিয়ে মোটেই খুশি নন সলমন খান! তিনি তাঁদের উপর এতটাই বীতশ্রদ্ধ যে তাঁদের ভুল ধরানো বা তাঁদের ব্যবহার ঠিক করতে পর্যন্ত আগ্রহী নন। সম্প্রতি কালার্স টিভির তরফে বিগ বস ১৭ এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই সলমন খানকে বিগ বস হাউজের প্রতিযোগীদের বকাঝকা করতে দেখা গেল। এমনকি তিনি জানালেন এই বাড়ির অনেকেই তাঁকে ভুল বলে মনে করেন তাঁদেরও একহাত নেন এদিন ভাইজান। বলেন, 'ওঁরা কী ভাবল বা না ভাবল তাতে আমার কিছু যায় আসে না। আমি কখনই কাউকে নিজের সাফাই দিই না।'
বিগ বস ১৭ এর নতুন প্রোমো
সম্প্রতি বিগ বসের নতুন প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেটার ক্যাপশনে লেখা হয়েছে 'কী এমন হল যে বিগ বসের সদস্যদের উপর এতটা রেগে গেলেন সলমন? বিগ বস ১৭ দেখুন সোমবার থেকে শুক্রবার রাত ১০টায় এবং শনিবার রবিবার রাত ৯টায়।'
আরও পড়ুন: রণবীর আলিয়ার বিয়েতে অনেক সমস্যা? ভক্তদের ভুল ধারণা ভেঙে কী জানালেন পর্দার 'রানি'?
আরও পড়ুন: সুইগিতে অর্ডার ডেলিভারি দিতে আসছেন কুলদীপ যাদব! ভক্তের প্রশ্নে কী উত্তর দিলেন ভারতীয় ক্রিকেটার
বিগ বস হাউজের সদস্যদের কী বললেন সলমন?
বিগ বস হাউজের সদস্যদের উপর চোটপাট করে এদিন সলমন বলেন, 'এই ঘরে এমন অনেক লোক আছেন যাঁরা আমায় ভুল মনে করেন। সে ভাবুন, তাতে আমার কিছু যায় আসে না। আর আমি আমার কোনও ব্যাপারে কাউকে বিশ্লেষণ দিইও না।' তিনি আরও বলেন, 'আমার কোনও শখ নেই যে এখানে এসে আপনাদের জ্ঞান দেব, বোঝাব। আমি আপনাদের জন্ম দিইনি, আপনারা আমার সন্তান নন। আপনাদের অসভ্যতায় বামার কোনও আগ্রহ নেই। ভার মে যাও।'