বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan Birthday: ভক্তের উচ্ছ্বাস, জন্মদিনে মাঝরাতে জলসার বাইরে এলেন অমিতাভ, তবে খালি পায়ে! কারণ জানেন?
পরবর্তী খবর
Amitabh Bachchan Birthday: ভক্তের উচ্ছ্বাস, জন্মদিনে মাঝরাতে জলসার বাইরে এলেন অমিতাভ, তবে খালি পায়ে! কারণ জানেন?
1 মিনিটে পড়ুন Updated: 11 Oct 2023, 06:53 AM ISTTulika Samadder
তিনি বলিউডের শহেনশাহ! তাঁকে আদর-ভালোবাসায় ভরিয়ে রাখেন ভক্তরা সবসময়। ১১ অক্টোবর পা রাখলেন ৮১ বছরে। মঙ্গলবার রাত থেকেই জলসার সামনে ছিল উপচে পড়া ভিড়। বেরিয়ে এসে অনুরাগীদের হাত জোড় করে ধন্যবাদ জানালে বিগ বি।
জন্মদিনের রাতে জলসার বাইরে অমিতাভ বচ্চন।
দেখতে দেখতে ৮১। যদিও কোনওভাবেই অমিতাভ বচ্চনকে দেখে বোঝার উপায় নেই। এখনও তাঁর কাজের উদ্যম দেখার মতো! কেবিসি-র শ্যুট হোক বা সিনেমার স্টান্ট, এক চুলও ফাঁকি দেন না এখনও। মঙ্গলবার রাত থেকেই অভিনেতার বাংলো জলসার সামনে ছিল উপচে পড়া ভিড়। এমনিতেই প্রতি রবিবার অমিতাভ-দর্শনের জন্য সেখানে হাজির হন অভিনেতার হাজার-হাজার অনুরাগীরা। তবে মঙ্গলবার রাতে তাঁরা পৌঁছে গেলেন কেক-মিষ্টি হাতে, বলিউডের এই মেগাস্টারের জন্মদিন পালনে।
সবাইকে চমকে দিয়ে মধ্যরাতেই বাংলোর বাইরে এলেন অমিতাভ বচ্চন। সকলকে উদ্দেশ্য করে হাত নাড়েন। হাত জোড় করে ধন্যবাদও জানান এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। শুধু তাই নয়, বিগ বি যখন বাইরে এসে সবার সঙ্গে দেখা করলেন তখন জলসার অন্দর থেকে বেরিয়ে এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা ও মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দাও। তাঁরাও নিজেদের মুঠোফোনে বন্দি করে নিচ্ছিলেন এই বিশেষ মুহূর্ত।
আমিতাভ বচ্চনকে এদিন দেখা গেল কালো ট্র্যাক প্যান্ড, গোলাপি প্রিন্টেড হুডি এবং মাথায় টুপি পরে। তবে এদিনও সেই খালি পায়েই জলসার বাইরে আসেন তিনি।
ফি রবিবার জলসার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার সময় খালি পায়েই দেখা যায় এই বর্ষীয়ান অভিনেতাকে। যা নিয়ে নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘অনেকের মনেই জিজ্ঞাসা, কে খালি পায়ে কেন ভক্তদের সঙ্গে দেখা করতে যাই। তাঁদের উদ্দেশে বলি, আমি যাই, কারণ আপনি খালি পায়েই মন্দিরে যান। রবিবার বাড়ির বাইরে জড়ো হওয়া শুভাকাঙ্ক্ষীরাই আমার মন্দির।’ সেই ১৯৮২ সাল থেকে জলসার বাইরে এসে একইভাবে তিনি দেখা করেন অনুরাগীদের সঙ্গে। অসুস্থতা বা বড় কোনও দুর্ঘটনা না ঘটলে, যা বাদ পড়ে না কোনওদিনই।