
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দেখতে দেখতে ৮১। যদিও কোনওভাবেই অমিতাভ বচ্চনকে দেখে বোঝার উপায় নেই। এখনও তাঁর কাজের উদ্যম দেখার মতো! কেবিসি-র শ্যুট হোক বা সিনেমার স্টান্ট, এক চুলও ফাঁকি দেন না এখনও। মঙ্গলবার রাত থেকেই অভিনেতার বাংলো জলসার সামনে ছিল উপচে পড়া ভিড়। এমনিতেই প্রতি রবিবার অমিতাভ-দর্শনের জন্য সেখানে হাজির হন অভিনেতার হাজার-হাজার অনুরাগীরা। তবে মঙ্গলবার রাতে তাঁরা পৌঁছে গেলেন কেক-মিষ্টি হাতে, বলিউডের এই মেগাস্টারের জন্মদিন পালনে।
সবাইকে চমকে দিয়ে মধ্যরাতেই বাংলোর বাইরে এলেন অমিতাভ বচ্চন। সকলকে উদ্দেশ্য করে হাত নাড়েন। হাত জোড় করে ধন্যবাদও জানান এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। শুধু তাই নয়, বিগ বি যখন বাইরে এসে সবার সঙ্গে দেখা করলেন তখন জলসার অন্দর থেকে বেরিয়ে এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা ও মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দাও। তাঁরাও নিজেদের মুঠোফোনে বন্দি করে নিচ্ছিলেন এই বিশেষ মুহূর্ত।
আরও পড়ুন: ‘মোদীর দেশ’ ভারতের পাসপোর্টকে বিদেশিরা সম্মানের চোখে দেখে, বললেন গর্বিত অক্ষয়
আমিতাভ বচ্চনকে এদিন দেখা গেল কালো ট্র্যাক প্যান্ড, গোলাপি প্রিন্টেড হুডি এবং মাথায় টুপি পরে। তবে এদিনও সেই খালি পায়েই জলসার বাইরে আসেন তিনি।
ফি রবিবার জলসার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার সময় খালি পায়েই দেখা যায় এই বর্ষীয়ান অভিনেতাকে। যা নিয়ে নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘অনেকের মনেই জিজ্ঞাসা, কে খালি পায়ে কেন ভক্তদের সঙ্গে দেখা করতে যাই। তাঁদের উদ্দেশে বলি, আমি যাই, কারণ আপনি খালি পায়েই মন্দিরে যান। রবিবার বাড়ির বাইরে জড়ো হওয়া শুভাকাঙ্ক্ষীরাই আমার মন্দির।’ সেই ১৯৮২ সাল থেকে জলসার বাইরে এসে একইভাবে তিনি দেখা করেন অনুরাগীদের সঙ্গে। অসুস্থতা বা বড় কোনও দুর্ঘটনা না ঘটলে, যা বাদ পড়ে না কোনওদিনই।
আরও পড়ুন: ‘সিতারে জমিন পর’ নিয়ে পর্দায় ফিরছেন আমির, তারে জমিন পর-এর সিকুয়েল নাকি?
আপাতত কৌন বনেগা ক্রড়োরপতির শ্যুট নিয়ে ব্যস্ত আছেন অমিতাভ বচ্চন। এরপর তাঁকে দেখা যাবে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ পার্ট ১’-এ। এছাড়াও তিনি প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসানের প্রোজেক্ট কে-তে আছেন।
কিংবদন্তি এই অভিনেতাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা, ভবিষ্যতেও তিনি দেশ-বিদেশজুড়ে থাকা লাখ লাখ ভক্তদের এভাবেই বিনোদন দিতে থাকবেন, একেবারে সুস্থ শরীরে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports