নিঃসন্দেহে এখনও পর্যন্ত ২০২৫ সালের সব থেকে বড় ঘটনা হল মহাকুম্ভ। ১৪৪ বছর পর এই বছর মহাকুম্ভের সাক্ষী হতে প্রায় অর্ধেক ভারত এসে পৌঁছেছে প্রয়াগরাজে। চাঁদ, সূর্য, বুধ এবং বৃহস্পতি যখন একসাথে সারিবদ্ধ হয়, ঠিক তখনই অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। জীবনে একবার এই বিরল অভিজ্ঞতা করার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষ প্রতিদিন এসে পৌঁছেছেন প্রয়াগে।
ইতিমধ্যেই প্রয়াগে পূণ্যস্নান করে গেছেন নরেন্দ্র মোদী, অনুপম খের, মুকেশ আম্বানি, সুনীল গ্রোভার, রাজকুমার রাও, ভিকি কৌশল, হেমা মালিনী, রেমো ডি'সুজা, গুরু রণধাওয়া, মিলিন্দ সোমান, পুনম পাণ্ডে সহ আরও অনেকে। এবার কুম্ভে উপস্থিত হলেন সুপারস্টার অক্ষয় কুমার।
আরও পড়ুন: বিয়ে নয় বাগদান-এর আগে ঘটা করে আইবুড়োভাত অনন্যা-সুকান্তর, কী ছিল মেনুতে?
আরও পড়ুন: যৌনতার পর এবার ধর্ম নিয়ে বিতর্ক, মুনাওয়ারের বিরুদ্ধে নেওয়া হবে কোন পদক্ষেপ?
অক্ষয় যে একজন ধার্মিক মানুষ তা এর আগে বহুবার বিভিন্ন ছবি এবং ভিডিয়ো দেখে প্রমাণ হয়েছে। এবার কুম্ভ মেলার অভিজ্ঞতা অর্জন করার জন্য তিনি আজ অর্থাৎ সোমবার সকালেই পৌঁছেছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সাদা কুর্তা এবং পাজামা পরে সেরেছেন শাহী স্নান।
গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থলে হাত জোড় করে ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি। স্নান করে ওঠার সময় ভক্তদের সঙ্গে করমর্দন করতে দেখা যায় অভিনেতাকে। শিবরাত্রি শুরু হওয়ার ঠিক আগেই পবিত্র কুম্ভে শাহী স্নান করলেন অক্ষয়।
প্রসঙ্গত, মনে করা হয় ত্রিবেণী সঙ্গমের পবিত্র জলে শাহী স্নান করলে আত্মা শুদ্ধ হয়। ৪ বছর অন্তর অন্তর কুম্ভ, ৬ বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভ এবং ১২ বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ হলেও মহাকুম্ভ হয় শুধুমাত্র ১৪৪ বছর পরেই। খুব স্বাভাবিকভাবেই এই সুযোগ এই প্রজন্মের কাছে আর আসবে না তাই দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী ভিড় করছেন শুধুমাত্র শাহী স্নান করার জন্য।
আরও পড়ুন: রিলের বাইরে রিল লাইফে কেমন সম্পর্ক মিত্তির বাড়ির সদস্যদের? কী বললেন অনুরাধা-পারিজাতরা?
আরও পড়ুন: ওরিকে বিয়ে করছেন ঊর্বশী? পোস্ট ভাইরাল হতেই নেটপাড়া বলছে, ‘পৃথিবীর সর্বপ্রথম…’
প্রসঙ্গত, কিছুদিন আগেই অক্ষয় কুমার অভিনীত ‘স্কাইফোর্স’ মুক্তি পেয়েছে বড় পর্দায়। অক্ষয় ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সারা আলি খান এবং বীর পাহাড়িয়া। সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করার পাশাপাশি সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছে।