৭ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন অময় পট্টনায়েক। এবার এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের বাড়িতে অভিযান চালাবেন তিনি। আজ মুম্বইয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় সহ বাকি তারকারা। অনুষ্ঠানে সলমন,শাহরুখ সম্পর্কে প্রশ্ন করায় ভীষণ বিচক্ষণতার সঙ্গে উত্তর দেন অজয়।
‘রেইড ২’ সিনেমা ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অজয়। সিনেমা প্রসঙ্গে বিভিন্ন বাক্যালাপ হওয়ার সময় হঠাৎ করেই একজন প্রশ্ন করেন, ‘যদি সলমন খান বা শাহরুখ খানের বাড়িতে আয়কর অভিযান পরিচালনা করতে হয় তাহলে আপনি কী করবেন?’
আরও পড়ুন: 'দয়া করে সিট বেল্ট...', স্ত্রীর দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দিলেন সোনু
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্যা ডিপ্লোম্যাট’, জন বললেন,'এটা পাকিস্তান বিরোধী সিনেমা…',
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অজয় বলেন, ‘আমি একজন আয়কর অফিসারের ভূমিকায় অভিনয় করছি। আমি নিজে আয়কর অফিসার নই। অভিযান কীভাবে পরিচালনা করতে হয় তা জানার কথা নয় আমার।’
অজয় আরও বলেন, ‘সলমন বা শাহরুখের বাড়িতে যদি আয়কর অভিযান চালানো হয় তাহলে আমি আমার বাড়িতে বসে থাকব। ঠিক একইভাবে যখন আমার বাড়িতে আয়কর অভিযান চালানো হবে, ওঁরা ওদের বাড়িতে বসে থাকবেন, এর থেকে বেশি আমাদের কিছু করার নেই।’
রেইড ২ প্রসঙ্গে
রাজকুমার গুপ্ত পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষ্ণ কুমার। এই সিনেমায় অজয় এবং রীতেশ ছাড়াও অভিনয় করবেন বাণী কাপুর। অভিনয় করবেন রবিনা ট্যান্ডন, রজত কাপুর এবং সৌরভ শুক্লা।
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলারে দেখা যাচ্ছে, অজয়কে প্রথমে ঢুকতে দেওয়া হয় না কিন্তু তারপর যখন দেখা যায় অজয়ের পেছনে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো সরকারি কর্মচারী, তখন বাধ্য হয়ে দরজা খুলে দেন রীতেশের কর্মচারীরা। রীতেশ একজন শক্তিশালী রাজনীতিবিদ, যিনি বাড়িতেই কালো টাকা লুকিয়ে রেখেছেন বলে দাবি করেন অজয়। কিন্তু হাজার চেষ্টা করেও সেই টাকা উদ্ধার করা যায় না।
সিনেমার টুইস্ট আসে সেখানে রীতেশ নিজেকে পরিচয় দেন সৌরভ শুক্লার ভাইপো হিসাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ৭ বছর আগে যে বাড়িতে অজয় রেইড করেছিলেন, সেটি রীতেশের কাকার বাড়ি। সিনেমায় বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সৌরভ শুক্লাকেও।
আরও পড়ুন: পুজো দিয়েই পেট পুজো! ভিন রাজ্যে ছোটবেলার কোন স্বাদ খুঁজে পেলেন স্বস্তিকা?
আরও পড়ুন: রীতেশের বিরুদ্ধে একাই মহাভারত রচনা অজয়ের, সামনে এল ‘রেইড ২’-র ট্রেলার
অজয় এবং রীতেশের এই অনবদ্য মেলবন্ধন দেখে ইতিমধ্যেই বেশ খুশি হয়েছেন ভক্তরা। কমেডি চরিত্রের থেকে রীতেশকে এখন খলনায়কের চরিত্রে বেশি ভালো লাগে বলে দাবী করেছেন ভক্তরা। একটি সিনেমায় নায়ক এবং খলনায়ক যখন দুজনেই সুপারস্টার হন, তখন সেই সিনেমাকে বক্স অফিসে হিট হতে আর কে আটকাতে পারে!