নেটমাধ্যমে দারুণ জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, হিন্দি ধারাবাহিক ‘দেব কি দেব মহাদেব’-এ পার্বতী, 'পাপ' ওয়াব সিরিজের দ্বিতীয় পর্বে অভিনয় করে দর্শকমহলে রীতিমতো সাড়া ফেলেছেন অভিনেত্রী।
একাধিক বাংলা ছবিতে পূজার অভিনয় মন জয় করেছে বাংলার দর্শকের। নেটমাধ্যমে দারুণ সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন পূজা। ভিডিয়োতে শাড়ি পরে নিজের মেকআপ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ক্যামেরার সামনে শাড়ি পরছেন অভিনেত্রী! এমন ভিডিয়ো শেয়ার করতেই নেটমাধ্যমে হু হু করে ভাইরাল। ভিডিয়ো এবং ছবি শেয়ার করে শাড়ির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন পূজা।
ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রথমে ব্লাউজের দড়ি আটকছেন অভিনেত্রী। এরপর কুঁচি করলেন। শাড়ির প্লিটে টান দেওয়ার পর শেষ মুহূর্তে টাচ আপও সেরে নিলেন নায়িকা। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গত রাতের গল্প।’ নিত্যদিনের বিভিন্ন কার্যকলাপ সোশ্যাল মিডিয়ো পোস্টে তুলে ধরেন অভিনেত্রী। পূজা এই ভিডিয়ো শেয়ার করতেই, নেটমাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। আরও পড়ুন: Puja-Kunal: রং খেলার বাহানায় চরম ঘনিষ্ঠ পূজা-কুণাল, এক ভক্ত লিখলেন, ‘আমার বউ এত সেক্সি হলে…’