খোদ মহানায়কের পরিবারের সন্তান তিনি। উত্তমকুমারের আদরের নাতি। আজ সেই অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের জন্মদিন। বরের জন্মদিনে আবেগঘন একটা পোস্ট শেয়ার করেছেন তাঁর বউ দেবলীনা কুমার। পোস্ত করেছেন গৌরবের সঙ্গে কাটানো বেশকিছু মুহূর্তের ছবি।
ঠিক কী লিখেছেন দেবলীনা?
অভিনেত্রী, নৃত্যশিল্পী, শিক্ষিকা দেবলীনা লিখেছেন, ‘আমার জীবনের বিশেষ একজনকে জানাই শুভ জন্মদিন! প্রথম ছবিটি তাঁকে যেভাবে গোটা পৃথিবীরা মানুষ দেখেছেন। দ্বিতীয়টি আমি তাকে যেভাবে পেয়েছি। তোমাকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে নানান মজায় হাসিয়ে হাসিয়ে পেটে খিল ধরিয়ে দেওয়ার জন্য। তুমিই গোটা বাড়িকে সারাক্ষণ আনন্দে ভরিয়ে রাখো। আমি খুশি হয়ে বলতে পারি, আমার জীবনেও একটা মিম পার্টনার আছে। প্রত্যেক ঝগড়ার পর, নীরবতার পর, মজার মধ্যে রিল শেয়ার করা, একে অপরকে ১০০০টি ডাকনাম দেওয়া (এখানে একটাও শেয়ার করতে পারব না)। আমি বলি, জীবনের সব আনন্দ তুমি পাও। আমরা একে অপরের থেকে ১৮০ ডিগ্রি বিপরীত হওয়ার পরও আমি তোমাকেই বেছে নেব গৌরব। আরও একবার শুভ জন্মদিন।'
প্রসঙ্গত ২০২০ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার। বিয়ের পর দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গে প্রায় সাড়ে ৩ বছর কাটিয়ে ফেলেছেন গৌরব-দেবলীনা। এদিকে ১৫ জুন জন্মদিনের আগের দিন রাতেই জমিয়ে পার্টি করেন দেবলীনা কুমার। দেবলীনাকে পাশে নিয়েই কাটেন কেক, সেই পার্টিতে ছুটল শ্যাম্পেনের ফোয়ারা। কাজের মনুষদের সঙ্গে ছবিও তুললেন গৌরব।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। তবে সেই বিয়ে সুখের হয়নি। তিন বছর পর ভেঙে যায় সেই সম্পর্ক। অতীত ভুলে এখন দেবলীনাকে নিয়ে নতুন সংসার গোচ্ছাছেন গৌরব।