
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
‘দ্য কপিল শর্মা শো’-এর আসন্ন এপিসোডের বিশেষ অতিথি হিসাবে হাজির হচ্ছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। ‘বিক্রম’ ছবির প্রচারে সোনি চ্যানেলের এই হিট-তে শামিল হবেন কমল হাসান। সেখানেই ২৫ বছর আগেই স্মৃতিচারণায় মজলেন তারকা।
প্যান ইন্ডিয়ার দর্শকদের কাছে নব্বইয়ের দশকে অভিনেতা সাড়া ফেলেছিলেন ‘চাচি ৪২০’ হিসাবে। ছবিতে এক বয়স্কা মহিলার অবতার নিতে দেখা গিয়েছিল কমল হাসানকে। মেয়ের কাছে থাকতেই এই ফন্দি আঁটেন তিনি।
নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রত্যেক বাচ্চার কাছে ভীষণ ফেবারিট ছিল এই চাচি। সোনি চ্যানেলের তরফে যে প্রোমো শেয়ার করা হয়েছে, সেখানে দেখা গেল পুরোনো দিনের স্মৃতি রোমন্থনে ব্যস্ত তারকা। কপিল প্রশ্ন রাখেন,'চাচি ৪২০-এর সেটে যখন গ্রামে শ্যুটিং হচ্ছিল তখন পরেশ রাওয়াল বা বাকিরা তো জানত যে শাড়ির পিছনে কমল হাসান আছে। তবে গ্রামের কোনও বৃদ্ধর মন কী চাচির উপর এসেছিল?'
হাসতে হাসতে কমল হাসান বলেন, ‘শ্যুটিংয়ের সময় এক অ্য়াসিসেন্ট ডিরেক্টর এসে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলেন। তারপর তার হাত থরথর করে কাঁপছিল। তারপর দেখি আমার আঁচলটা পরে গেছে’। এই কথা শুনে কপিল, অর্চনা-সহ দর্শকরা হো হো করে এসে ওঠেন।
১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। কমল হাসানের তামিল ছবি 'অভাই শানমুঘি (Avvai Shanmughi)-র হিন্দি রিমেক ছিল এই ছবি। যেখানে কমল হাসানের বিপরীতে দেখা মিলেছিল তাবুর। এছাড়াও অমরেশ পুরি, ওম পুরি, জনি ওয়াকার, পরেশ রাওয়াল, আয়েশা ঝুলকারা অভিনয় করেছিলেন। কমল-কন্যার চরিত্রে দেখা মিলেছিল আজকের বলি নায়িকা ফাতিমা সানা শেখের।
উল্লেখ্য, আজ (শুক্রবার) মুক্তি পেল ‘বিক্রম’। মুক্তির আগেই ২০০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে এই ছবি। কমল হাসান ছাড়াও এই ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি এবং ফায়াদ ফয়সল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports