বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে জিত হয়নি। বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার কাছে হেরে গিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। তবে, বাঁকুড়ার মানুষদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখবেন বলেই জানালেন তিনি। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বাঁকুড়ার মানুষকে নিজের বার্তা পৌঁছে দিয়েছেন তৃণমূলের এই নেত্রী। সায়ন্তিকা লিখেছেন, ‘বাংলা বাংলার রায় দিয়েছে, বাংলার মেয়ের কাছেই বাংলা থাকছে। তৃতীয়বারের জন্য আমাদের অভিভাবিকা হিসেবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে পেয়ে আমরা গর্বিত।’সঙ্গে ‘পাশে আছি বাঁকুড়া’ জানিয়ে নিজের ইনস্টা পোস্টে সায়ন্তিকা লিখেছেন, ‘এবার আসি বাঁকুড়ার কথায়। আমি প্রথম দিনই বলেছিলাম বাঁকুড়া আমার পরিবার। তাই ব্যালেটের রেজাল্ট বা কয়েকটা ভোটের ব্যবধান আমার প্রতিশ্রুতি বদলাবে না। প্রথম দিনের মতো একই কথা বলব, সুখে না থাকতে পারি, দুঃখে থাকব… সবাই সুস্থ থাকবেন। মাস্ক অবশ্যই পরবেন এবং ভ্যাকসিন নেবেন।’ সায়ন্তিকা নিজের ইনস্টা পোস্টে জানিয়েছেন ‘লোকসভা ২০১৯-এ পিছিয়ে থাকা বাঁকুড়া বিধানসভা আসনকে আমি আনেকটাই এগিয়ে এনেছি, এটাই আমার কাছে বড় ব্যাপার…’। প্রসঙ্গত, বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা ৪৩.৭৯ শতাংশ ভোট পেয়ে জয়ী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় পেয়েছেন ৪৩.১২ শতাংশ ভোট। অর্থাৎ মাত্র, .৬৭ শতাংশ ভোটে হেরেছেন অভিনেত্রী। তাই পাশে থাকার জন্য অনেক অভিনন্দন জানিয়েছেন বাঁকুড়াবাসীদের।