বিধু বিনোদ চোপড়া, বলিউডে এই নামটার সঙ্গে অনেকেই পরিচিত। যিনি কিনা বহু সুপারহিট ছবির পরিচালক এবং প্রযোজক। সম্প্রতি, তাঁর পরিচালনা ও প্রযোজনায় তৈরি 12th Fail ছবিটি বক্স অফিসে বেশ ভালো ফল করেছে। যে ছবিতে ছিলেন বিক্রান্ত ম্যাসি ও মেধা শঙ্কর।
২৭ অক্টোবর, কঙ্গনার 'তেজস'-এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে ‘টুয়েলভথ ফেল’। তথ্য বলছে, প্রথম সপ্তাহের তুলনায় ছবিটির দ্বিতীয় সপ্তাহের পারফরম্যান্স আরও ভালো। দ্বিতীয় রবিবার, এই ছবি ৩.৩৩ কোটি টাকা আয় করেছে। এই ছবির মোট আয় এখন দাঁড়িয়েছে ২১.৫৫ কোটি টাকা। আশা করা হচ্ছে, সপ্তাহন্তে এই ছবির বক্স অফিস কালেকশন সহজেই ২৬ কোটি টাকা ছাড়িয়ে যাবে৷ যেখানে কিনা ছবির বাজেট ২০ কোটি টাকা।
আরও পড়ুন-দারুণ খবর! TV-পর্দায় আবারও ফিরছে 'মিঠাই', কী বলছেন সৌমিতৃষা?
আর 12th Fail বক্স অফিসে সাফল্য পাওয়ার পর বিধু বিনোদ চোপড়া হলেন দ্বিতীয় পরিচালক, যিনি কিনা বয়স ৭০ পার করেও হিট ছবি উপহার দিলেন। তাঁর আগে রয়েছেন কিংবদন্তি যশ চোপড়া। যিনি ৮০ বছর বয়সেও হিট ছবি উপহার দিয়েছিলেন। বক্স অফিসে ‘যব তক হ্যায় জান’ এবং ‘বীর জারা’ যখন হিট হয়েছিল তখন যশ চোপড়ার বয়স ছিল ৭২। ২০২৩ সালে, যে সব ছবি ব্লকবাস্টার হয়েছে, সেই সব ছবির বাজেটই অনেকটা বেশি। সেখানে স্বল্প বাজেটের ছবি বানিয়েও সুপারহিট করে তাক লাগিয়ে দিয়েছেন ৭১ বছর বয়সী বিধু বিনোদ চোপড়া। তাঁর ছবির বাজেট মাত্র ২০ কোটি।