রাজ্যে তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রে। তার আগে এই ৪ কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা কী হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, তৃতীয় দফার ভোটগ্রহণে ৪ কেন্দ্রে মোতায়েন থাকবে মোট ২৫৬ কোম্পানি বাহিনী।
আরও পড়ুন: আগামিকাল মাধ্যমিকের রেজাল্ট! কখন বেরোবে? কোন সময় অনলাইনে দেখাবে? কীভাবে দেখবেন?
পড়তে থাকুন: 'আমি বেঁচে থাকতে ধর্মের নামে মুসলিমদের সংরক্ষণ দিতে দেব না', বড় দাবি মোদীর
তৃতীয় দফার বাহিনী
আগামী ৭ মে রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। সেদিন ভোটগ্রহণ হবে মালদা (উত্তর), মালদা (দক্ষিণ), জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। তার প্রায় ১ সপ্তাহ আগে বুধবার দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কমিশনের আধিকারিকরা। কমিশনের তরফে জানানো হয়েছে, তৃতীয় দফা নির্বাচনে মালদায় মোতায়েন থাকবে মোট ১৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে মোতায়েন থাকবে ১১৪ কোম্পানি বাহিনী। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। কোথাও কোনও গোলমাল দেখতে পেলেই সেখানে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম ও কমিশনের অবজারভাররা।
ওদিকে বুধবারই রাজ্যে এসে পৌঁছেছে আরও ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর ফলে নির্বাচন উপলক্ষে রাজ্যে মোতায়েন মোট বাহিনীর সংখ্যা হল ৫৯৬ কোম্পানি। কমিশনের তরফে জানানো হয়েছে এর মধ্যে ৪০৬ কোম্পানি বাহিনী তৃতীয় দফায় মোতায়েন করা হবে। বাকি বাহিনী থাকবে স্ট্রং রুম পাহারায়।
মুর্শিদাবাদ নিয়ে চিন্তা
কমিশন সূত্রে খবর, মুর্শিদাবাদে অবাধে ভোট করার ব্যাপারে বিশেষ জোর দিচ্ছে তারা। গত কয়েকটি নির্বাচনে মুর্শিদাবাদে অশান্তি হয়েছে। সম্প্রতি রাম নবমীর মিছিলে হামলার ঘটনায় জেলার শক্তিপুরে উত্তেজনা ছড়ায়। এর পর জেলায় শান্তিপূর্ণ নির্বাচন করানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কমিশন।
আরও পড়ুন: তাপপ্রবাহের জের, সাময়িক ক্লাস বন্ধ করল CU, স্কুলে গরমের ছুটিও বাড়ছে
রাজ্যে প্রথম ২ দফার নির্বাচন হয়েছে মোটের ওপর শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত বেনিয়ম ও হিংসার অভিযোগ উঠলেও ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেনি কোনও রাজনৈতিক দল। কমিশনের ভূমিকাতেও সন্তুষ্ট সবাই। কোথাও কোনও রক্তপাত বা গুলি চালানোর মতো ঘটনা ঘটেনি। রাজ্যে লোকসভা নির্বাচন করাতে কেন্দ্রের কাছে প্রায় ১০০০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। যা দেশের যে কোনও রাজ্যের চেয়ে বেশি। এমনকী কাশ্মীরেও লোকসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের ভগ্নাংশমাত্র বাহিনী মোতায়েন করে।