তৃণমূলের দুর্গ দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে তৃণমূলকেই ‘মার’এর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী সভায় তিনি বলেন, ‘এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা’।
আরও পড়ুন: মনোনয়নে উত্তেজনা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হল থানায়
পড়তে থাকুন: অনুব্রত অতীত, বীরভূমে এবার পরিস্থিতি আমূল বদলে গিয়েছে, দাবি দেবতনু ভট্টাচার্যর
এমন মার হবে
শুভেন্দুবাবু বলেন, ‘মেদিনীপুর আর জঙ্গলমহলের ভোট হয়ে যাবে ২৫ তারিখ। একেবারে আমি পড়ব এখানে। আমি ২৬ তারিখ পাথরপ্রতিমায় সভা করব। কাকদ্বীপ, মন্দিরবাজার, রায়দিঘি, কুলপি, সবার সঙ্গে দেখা করে যাব। ওই দিন সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যাব। ভোটের দিন ভোর ৫টা থেকে আমি জেগে থাকব। শুধু বুথ নম্বর, পোলিং স্টেশনের নাম আর থানার নাম দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন। এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা’।
মমতাকে গদ্দার বলে আক্রমণ
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা গদ্দার বলে আক্রমণ করেন তিনি। বলেন, ‘পিসি কালকে বলছে, পিসি - ভাইপো বলছে। নাম বলুক দেখে নেব। ক’দিন আগে আমাকে গদ্দার বলেছিল। আপনি তো সব থেকে বড় গদ্দার। আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছেন। আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীকে ছুরি মেরেছেন’।
পালটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘আপনি বলেছেন, পিসি আর ভাইপোর নাম বলুন, হ্যাঁ আমি বলছি। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কী ক্ষমতা আছে করে নিন’।
রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন
তোষণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘গোটা দক্ষিণ ২৪ পরগনায় BSFকে জায়গা দেননি। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন। এই মুখ্যমন্ত্রী বলছেন, রাম নবমী হচ্ছে দাঙ্গা দিবস। অন্য ধর্মের লোক বলে না। কোনও হিন্দু বিশ্ব নবি দিবস, মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না’।
আরও পড়ুন: আমাদের আন্দোলন নিয়ে বলার উনি কে? গঙ্গাধরের বাড়িতে বিক্ষোভ সন্দেশখালির মহিলাদের
মুসলিমদের প্রতি বার্তা
মুসলিমদের উদ্দেশ করে বিরোধী দলনেতা বলেন, ‘মুসলিমরা মমতা ব্যানার্জির থেকে সাবধান। আপনাদের তেজপাতা বলে মনে করে। তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। শওকত মোল্লার মতো কতগুলো গুন্ডা তৈরি করেছে। আর সেই গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। আর যত চাকরি সব বেচেছে’।