লোকসভা ভোটের পরে বিজেপিতে যোগদান করতে চলেছেন হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের পদ্মফুল হাতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে এই দাবি করেন লকেট।
আরও পড়ুন: বেলেঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ CRS-র! ‘পরীক্ষায় ফেলের জন্য’ দুষল পুলিশকে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দেখা যায়। যাতে রচনা সাদা শাড়িতে পদ্মফুল হাতে হাসি মুখে জনতার অভিবাদন গ্রহণ করছেন। তৃণমূল প্রার্থীর হাতে প্রতিপক্ষ বিজেপির প্রতীক কেন? এই নিয়ে শুরু হয় জল্পনা।
রচনার হাতে পদ্মফুল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘আগামী দিনে ওনাকে পদ্মফুলেই দেখতে পাবেন। উনি যে ভাবে পদ্ম হাতে হাসি মুখে প্রচার করছেন তাতে বোঝা যাচ্ছে ওনার মনে পদ্মই আছে। ভুল করে ওখানে প্রার্থী হয়ে গেছেন। রাজনীতিটা বোঝেননি। না বুঝেই চলে এসেছেন। আমি ১০০ শতাংশ নিশ্চিত, উনি আগামী দিনে পদ্মতে আসবেন।’
পালটা তৃণমূলের দাবি, ‘পদ্ম আমাদের জাতীয় ফুল। যে কেউ হাতে নিয়ে খুশি হতেই পারে। বরং বিজেপি আমাদের জাতীয় ফুল হাইজ্যাক করেছে। ওদের পদ্মফুল প্রতীক দেওয়া উচিত হয়নি।’
আরও পড়ুন: ‘তোমার বিচার হায় হায়’ বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে ব্যানার মেদিনীপুরে
হুগলি লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই ফের প্রার্থী করেছে বিজেপি। ওদিকে তাঁর বিরুদ্ধে এবার টেলিভিশনের চেনা মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামিয়েছে তৃণমূল। একদা সহকর্মী লকেট ও রচনা যদিও এখনও ভাষা সংযম বজায় রেখেছেন। রাজনৈতিক আকচা আকচির জেরে এমন কিছু বলে ফেলেননি যাতে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে যায়।