কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে এবার তীব্র কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত পরোক্ষে তিনি তীব্র খোঁচা দেন রাহুল গান্ধীকে। মোদী বলেন, অনেকেই পলিটিকাল স্টার্ট আপ চালু করতে চান। কিন্তু তাদের সঙ্গে আসল স্টার্ট আপের একটা ফারাক আছে। পরেরটা নতুন ভাবনার জন্ম দেয়।প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনেকেই স্টার্ট আপ আনার চেষ্টা করেন। বিশেষত রাজনীতিতেও এটা হয়। কিন্তু কিছুজন আছে যাদের বার বার লঞ্চ করতে হয়। কার্যত নাম না করে এভাবেই রাহুল গান্ধীকে খোঁচা দিলেন মোদী। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আপনার সঙ্গে তাদের একটা ফারাক রয়েছে। আপনার একটা অভিজ্ঞতা রয়েছে। একবার আপনাকে লঞ্চ করার পরে আপনি যখন ব্যর্থ হন তখন আপনাকে আবার নতুন আইডিয়া আনতে হয়।ইম্ফল থেকে মুম্বই। ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়েছিলেন রাহুল গান্ধী। মূলত ভোটের আগে নিজের ইমেজকে আর একবার ঝালিয়ে নেওয়ার জন্য বিরাট উদ্যোগ নিয়েছিলেন রাহুল। তাতে যে স্থানীয়ভাবে সাড়া পড়েনি এমনটা নয়। তবে সেই যাত্রা শেষ পর্যন্ত ইভিএমে কতটা প্রভাব ফেলবে সেটাও দেখার।এদিকে মহাকুম্ভ কর্মসূচির মাধ্য়মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে সবরকম উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, গোটা বিশ্ব ভারতের যুবকদের দক্ষতার উপর বিশ্বাস করে। আমরা শুধু তাদের উৎসাহ দিচ্ছি। আমরা মানুষের ভাবনাকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি। যুবকরা শুধু চাকরিপ্রার্থী হবেন এমনটা নয়, তারা যাতে অন্যদের কাজ দিতে পারে সেটাও দেখা দরকার।সেই সঙ্গেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। কীভাবে আঞ্চলিক ভাষায় তাঁর বক্তব্যকে অনুবাদ করার জন্য় কৃত্তিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হয় সেকথাও তুলে ধরেন তিনি।সেই সঙ্গেই রাহুল গান্ধীকে নিশানা করে কটাক্ষ করেন মোদী। তবে এনিয়ে তিনি সরাসরি রাহুল গান্ধীর নাম তিনি উল্লেখ করেননি।