লোকসভা ভোটের প্রচারে ফের বেফাঁস মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওন্দায় বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে এক জনসভায় তিনি বলেন, ‘আপনাদের বলব, গত ১০ বছর ধরে যে ভয়ভীতির পরিবেশ ছিল, এবারে জেনে রাখুন, কেন্দ্রীয় দল থাকবে ভিতরে। আর বিজেপির দল থাকবে বাইরে। আমাদের সভাপতি অমিত শাহজি বলেছেন, আমরা ৩৫ পার। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। ভয়ভীতির কোনও জায়গা নেই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে থাকবেন আপনারা, ভারতীয় জনতা পার্টির সৈনিকরা। ভোট লুঠ করতে, চুরি করতে, দাঙ্গা হতে আমরা দেব না’।
আরও পড়ুন: এল নিনোর প্রভাবে সীমা ছাড়াবে তাপপ্রবাহ! প্রাণ বাঁচাতে বড় নির্দেশিকা জারি কেন্দ্রের
জবাবে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, ‘এর মাধ্যমে কি বলতে চাইলেন, ভিতরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ দখল করে ভোট লুঠ করবেন, ছাপ্পা, রিগিং, সন্ত্রাস করবেন। আর বাইরে বিজেপির হার্মাদ বাহিনী ধমকে চমকে মানুষকে ভোট দিতে দেবে না? এভাবে চলবে না। ৪ জুনের পর জায়গা দেখে রাখুন। কোথায় গিয়ে লুকিয়ে থাকবেন। মানুষ আপনাদের চামড়া তুলে নেবে’।
এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে অমরনাথ শাখার বিরুদ্ধে। বিরোধীদের প্রতি প্ররোচনামূলক মন্তব্য রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: কত আয় করেন সুকান্ত মজুমদার? কত টাকার গাড়ি! সম্পত্তি কি বিরাট? সবটা জেনে নিন
নিজের বক্তব্য নিয়ে সাফাই দিতে গিয়ে অমরনাথ শাখা বলেন, ‘আমি নই। নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় বাহিনীর ওপরে আস্থা রেখেছে কমিশনই। কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে থাকলে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন। আর বাইরে তৃণমূলের গুন্ডাদের তাড়ানোর জন্য থাকবেন বিজেপি কর্মীরা। গোটা দেশে এত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানেও ভোট হয়, কিন্তু হিংসা হয় না। হিংসা হয় একমাত্র তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে। তাহলে বুঝে নিন ভোটে হিংসা করে কারা।’