
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্প্রতি শিল্পপতি নবীন জিন্দাল বিজেপিতে যোগ দেন। আর তার পরই তিনি লোকসভা নির্বাচনের টিকিট পেয়ে যান। আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হচ্ছে। তার আগেই বিজেপিতে যোগ দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দাল। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে এই শিল্পপতি বিজেপিতে যোগ দেন। আর তার কয়েক ঘণ্টা পরেই বিজেপি তাদের নতুন প্রার্থী তালিকায় জিন্দালকে কুরুক্ষেত্র থেকে প্রার্থী করে দেয়। তাঁর বিরুদ্ধে কয়লা দুর্নীতির অভিযোগ ছিল। কেন্দ্রীয় এজেন্সি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করছিল। যদিও এতকিছুর পর শিল্পপতি নবীন জিন্দালের দাবি, তিনি খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। খুব কঠিন পরিশ্রম করতে হয়েছে। নবীন জিন্দাল ভারতের একটি বিশিষ্ট শিল্প গোষ্ঠী জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের চেয়ারম্যানের পদে রয়েছেন।
এদিকে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভায় কুরুক্ষেত্র আসনের সংসদ সদস্য ছিলেন। তবে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি বিজেপির রাজ কুমার সাইনির কাছে পরাজিত হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস তাঁকে প্রার্থী হিসাবে দাঁড় না করানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে এবার বিজেপিতে যোগ দিয়েই তিনি প্রার্থী পদ পেয়ে গেলেন। নবীন জিন্দালের কথায়, ‘আমার জীবন হচ্ছে একটা খোলা বই। আমার বাবা খুব কঠিন পরিশ্রম করেছেন, আর আমার দাদারা সেই পথ অনুসরণ করে কারখানায় লাখ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। গত ২০ বছর ধরে আমরা সরকারকে কোটি এবং লাখে কর দিয়ে এসেছি। হরিয়ানার মাটি থেকে দেশের উন্নয়নে অবদান রয়েছে। কখনও রাস্তা বন্ধ হয়েছে। তবে সত্য শেষে বেরিয়ে এসেছে। যে কেউ আমার বিরুদ্ধে যা খুশি অভিযোগ আনতেই পারেন। কিন্তু আমি জানি মানুষ আমাকে বিশ্বাস করে এবং আমি বিশ্বাস করি বিচারব্যবস্থায়। মানুষ জানে আমি খারাপ কিছু করিনি।’
আরও পড়ুন: দেনা শোধের জন্য কাজ করতে মালয়েশিয়া পাড়ি বনগাঁর যুবকের, বাড়িতে ফিরল নিথর দেহ
অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর নবীন জিন্দাল নিজের এক্স হ্যান্ডেলে লিখে ছিলেন, ‘আমি ১০ বছর ধরে কুরুক্ষেত্রের সাংসদ হিসাবে সংসদে কংগ্রেস পার্টির প্রতিনিধিত্ব করেছি। আমি কংগ্রেস নেতৃত্ব এবং তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে ধন্যবাদ জানাই। আজ আমি কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’ এই গোটা ঘটনা নিয়ে নবীন জিন্দালকে তুলোধনা করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘যখন আপনার জায়ান্ট সাইজের ওয়াশিং মেশিন প্রয়োজন, তখন তো এটা ঘটবেই। আর গত ১০ বছরে পার্টিকে শূন্য অবদান দিয়ে, এখন আমি ইস্তফা দিচ্ছি বলাটা বড় কৌতুক।’
আরও পড়ুন: ‘বড় ওয়াশিং মেশিন প্রয়োজন হলে এটা ঘটবেই’, নবীন জিন্দালকে তুলোধনা করলেন জয়রাম
এছাড়া নবীন জিন্দালের বিরুদ্ধে যে কয়লা দুর্নীতির অভিযোগ রয়েছে তার তদন্ত করছিল ইডি–সিবিআই। এখন বিজেপিতে যোগ এবং লোকসভার প্রার্থী হওয়ায় এই দুর্নীতি মামলার তদন্ত চলবে কিনা তা নিয়ে সন্দিহান বিরোধী দলগুলি। নবীন জিন্দালের মা সাবিত্রী জিন্দাল প্রাক্তন হরিয়ানার মন্ত্রী। তিনিও কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। আর সাবিত্রী জিন্দালের নাম জোর চর্চায় আসে যখন ফোর্বস ইন্ডিয়া এই বছর দেশের সবচেয়ে ধনী মহিলা হিসাবে তাঁর নাম প্রকাশ্যে আনে। সুতরাং শিল্পপতি জিন্দালদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দৃঢ় সুসম্পর্ক তৈরি হল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports