
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রামমন্দির আগেই উদ্বোধন হয়েছে। রামলালার প্রাণপ্রতিষ্ঠাও হয়ে গিয়েছে। বাকি ছিল রামকে প্রার্থী করা। এবার লোকসভা নির্বাচনে সেটাও কার্যত হয়ে গেল। টিভির পর্দার ‘রাম’ অরুণ গোভিল। এবার তাঁকেই বিজেপি প্রার্থী করেছে। এই নিয়ে বিস্তর হাসাহাসি হলেও বিজেপি নিজেদের সিদ্ধান্তে অনড়। আর তাই লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকায় প্রকাশ পেল অরুণ গোভিলের নাম। জনতার কাছে তিনি রাম। আর এই রামকে সামনে রেখেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। শেষ পর্যন্ত কি হবে সেটা সময় বলবে। আপাতত জাতীয় রাজনীতির অলিন্দে চমক বলা যায়। আর তা নিয়ে আলোচনা চলছে।
এদিকে রবিবার পশ্চিমবঙ্গের ১৯টি কেন্দ্রের প্রার্থীর নামের সঙ্গে সারা দেশে মোট ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর সেখানেই উঠে এসেছে রামের নাম। ওই তালিকাতেই প্রকাশ্যে এসেছে অরুণ গোভিল তথা রামের নাম। উত্তরপ্রদেশের মিরাট কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই অভিনেতা। ২০২৪ সালে রামমন্দির উদ্বোধন করার সময় ছোট পর্দার যে তিনজন অভিনেতা ডাক পেয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অরুণ গোভিল। আর তখন থেকেই গুঞ্জন তৈরি হয় যে, এই অভিনেতাকে নির্বাচনে ব্যবহার করা হতে পারে। এবার সেই গুঞ্জন সত্য প্রমাণিত হল ওই নামে সিলমোহর পড়ার পর।
আরও পড়ুন: চলতি সপ্তাহেই ইডি তলব করল মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে, তথ্য যাচাই করতে জিজ্ঞাসাবাদ
অন্যদিকে নাম ঘোষণার পরই সে কথা সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়। সেখান থেকে খবর জানতে পারেন রাম অর্থাৎ অরুণ গোভিল। এমন দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে ওঠেন। আর প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন অরুণ গোভিল। তারপর নিজের এক্স হ্যান্ডেলে রাম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হৃদয়ের গভীর জায়গা থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা আমাকে বেছে নিয়েছেন এবং মিরাটের সাংসদ হওয়ার গুরুদায়িত্ব দিয়েছেন। আমি সবরকমভাবে চেষ্টা করব, আপনারা যে ভরসা দেখিয়েছেন তার যোগ্য সম্মান রাখার। জয় শ্রী রাম।’ আসলে নিরাপদ আসন দেখেই দেওয়া হয়েছে রামকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports