আজ, মঙ্গলবার ভোটগণনা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। তবে বাংলার অধিকাংশ আসন কার কাছে যায় সেদিকেও নজর রয়েছে সকলের। বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, বাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবে বিজেপি। যা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তারপর থেকে শান্তনু সেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী (দেব), কুণাল ঘোষ এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যরা ৩০টি আসন পাবে তৃণমূল কংগ্রেস বলে দাবি করেছেন। এবার ভোটগণনা এবং ফলাফলের আগে মাঝরাতে তৃণমূল সুপ্রিমোকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট করলেন দেবাংশু।
আর সেই ফেসবুক পোস্টে দুটি বিষয় উঠে এল। এক, দেবাংশুর আবেগ। দুই, জয়ের হাসি হাসবে তৃণমূল কংগ্রেস। সেই ফেসবুক পোস্টে একটা ছবি দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। ছবিটি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তার সঙ্গে লেখা চারটে লাইন। যাতে আছে দেবাংশুর আবেগ। যেন ‘মায়ের’ জয় কামনা করছেন ‘ছেলে’। গণনার ঠিক আগে মাঝরাতে নিজের ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। যে ছবি দেখে মনে হচ্ছে, লড়াই করে জয়ের পর হাসি তৃণমূল নেত্রীর। আজ, মঙ্গলবাক দেবাংশুর নিজেরও ভাগ্য নির্ধারণ হবে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন একেবারে অধিকারী গড়ে। যেখানে তাঁর প্রতিপক্ষ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গণনার শুরুতে এগিয়ে বিজেপি প্রার্থী।
ঠিক কী লিখেছেন দেবাংশু? মাঝরাতে নিজের বিশ্বাসের উপর ভর করে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন দেবাংশু। আর সে ছবির শিরোনামে লেখা, ‘শত যুদ্ধের দামামার পরে তোমার হাসিতে শান্ত সব, বিশ্বাস করি রাতের ওপারেশুনব আবার সে কলরব..তোমার জয় হোক, মা।’ এই ফেসবুক পোস্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিধ্বস্ত রণক্লান্ত ছবি এবং মুখে তাঁর তৃপ্তির হাসি দেখা যাচ্ছে। আর সেই ছবিতেই দেবাংশু আগাম জানিয়ে দিলেন জয়ের আগাম পূর্বাভাস। শত পরিশ্রমের পর সেই যুদ্ধে যেন জয় হয়েছে নেত্রীর–এটাই তুলে ধরেছেন দেবাংশু ভট্টাচার্য।
আরও পড়ুন: দেশে পরিবর্তন কি হচ্ছে? বেশি রাতে মল্লিকার্জুন খাড়গের ফোন গেল মমতার কাছে
তমলুক লোকসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ে লড়াই করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সমানে সমানে টক্কর দিয়েছেন। ফলাফল কেমন হবে তা এখনই বোঝা যাচ্ছে না। তবে আপাতত পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। গণনার প্রতি পরতে পরতে থাকছে স্নায়ুর লড়াই। ইভিএম গণনা যত এগোবে তত পরিষ্কার হবে জয়ের ছবি। যদিও নন্দীগ্রাম এবং ময়না বিধানসভা কেন্দ্রে ছাপ্পা ভোট হয়েছিল বলে আগে দাবি করেছিলেন দেবাংশু। তারপরও ফল কোনদিকে যায় সেটাই দেখার।