সামনেই লোকসভা ভোট। তার আগে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল শনিবার। এদিকে ভোট দিতে এসে যাতে ভোটারদের কোনও সমস্য়া না হয় সেদিকে নজর রাখার ব্য়াপারে জানিয়ে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে জলের ব্যবস্থা করা, নারী ও পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা করা, Ramp ও হুইলচেয়ারের ব্যবস্থা করা।মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ১০.৫ লাখ বুথ থাকবে গোটা দেশজুড়ে। একটি ভোটার ফেসিলিটেশন সেন্টার রাখতে হবে। একটি হেল্পডেস্ক থাকবে, একটি ছাউনি থাকবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। এই নূন্যতম ব্যবস্থা করে রাখতে হবে জানানো হয়েছে। সেই সঙ্গেই গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। ভোটদানের ক্ষেত্রে যাতে ভোটারদের কোথাও কোনও সমস্যা না হয় সেটা দেখতে হবে।সব মিলিয়ে ভারতে বর্তমানে প্রায় ৯৭ কোটি ভোটার রয়েছেন। নির্বাচন কমিশন বার বার জানিয়েছেন ভোটদান পর্ব যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়।মোটের উপর বুথগুলিতে যাতে পর্যাপ্ত ব্যবস্থা করা হয় সেব্যাপারে নিশ্চিত করার জন্য় বলা হয়েছে কমিশনের তরফে। এবার ৭ দফায় ভোট হবে । গতবারেও সাত দফায় ভোট হয়েছিল। ১৯শে এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোট। এই ৩ কেন্দ্র হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা ভোট। দ্বিতীয় দফায় বালুরঘাট, দার্জিলিংয়ে, রায়গঞ্জে ভোট হবে। ৭ মে হবে তৃতীয় দফা। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট হবে। ১৩ মে চতুর্থ দফা। ২০ মে পঞ্চম দফা।২৫ মে ষষ্ঠ দফার ভোট হবে। ১লা জুন সপ্তম দফা। আর ৪ জুন ভোট গণনা করা হবে।প্রথম থেকে সাত দফা পর্যন্ত বাংলায় কোথায় কবে ভোট হবে সেটা দেখে নেওয়া যাক।প্রথম দফা ১৯ এপ্রিল –আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারদ্বিতীয় দফা ২৬ এপ্রিলদার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটতৃতীয় দফা ৭ মেমালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরচতুর্থ দফা ১৩ মেকৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূমপঞ্চম দফা ২০ মেশ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগষষ্ঠ দফা ২৫ মেপুরুলিয়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়াকাঁথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুরসপ্তম দফা ১ জুনকলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট।পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও উত্তর প্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৪ জুন। তবে সমস্ত বুথেই প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে।