
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সদ্য আম আদমি পার্টির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, পঞ্জাবে তারা একাই লড়বে। কংগ্রেসের সঙ্গে সেই রাজ্যে জোট বাঁধবে না তারা। এরপরেই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়। একের পর এক জোটসঙ্গী হারাচ্ছে ইন্ডিয়া ব্লক। এরই মধ্যে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির আসন বণ্টন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বাংলায় তৃণমূল একা লড়ার ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। আর সম্প্রতি সেই পথে হেঁটে আম আদমি পার্টি ঘোষণা করে, পঞ্জাবে তারা কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে না। তবে পঞ্জাবে প্রতিপক্ষ হয়ে লড়লেও আপ-কংগ্রেস জোট সম্পর্কে চিড় ধরেনি বলে দাবি করলেন কেজরি। (আরও পড়ুন: আধার নিষ্ক্রিয়তার চিঠি পেলে কী করতে হবে? কোথায় মিলতে পারে সমাধানসূত্র?)
আরও পড়ুন: এবার রাজ্যে LPG সিলিন্ডারের 'আকাল', সময়ে গ্যাস না পেয়ে সমস্যায় গ্রাহকরা
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, পঞ্জাবে একলা চলার বিষয়ে সহমত আম আদমি পার্টি এবং কংগ্রেস। দুই দল নিজেদের রাজ্য ইউনিটের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কেজরিওয়াল। এদিকে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা জারি আছে বলেও জানান কেজরি। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, দিল্লিতে আসন ভাগাভাগি না হলে বিজেপিরই সুবিধা হবে। যদিও কয়েকদিন আগেই আম আদমি পার্টির মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, দিল্লিতে কংগ্রেসের একটি আসনও পাওয়ার যোগ্যতা নেই। তবে আপ নাকি কংগ্রেসকে দিল্লিতে ১টি আসন ছাড়তে রাজি আছে। তবে কেজরিওয়াল রবিবার বলেন, 'দিল্লি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।'
এদিকে দিল্লি, পঞ্জাবের পর হরিয়ানাতেও নিজেদের পদচিহ্ন ফেলতে চায় আম আদমি পার্টি। তবে কংগ্রেস হরিয়ানায় আপকে জায়গা ছাড়তে নারাজ। রবিবার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আয়োজিত মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেজরিওয়াল। সেখানে ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুড্ডাও। তবে সিংভি এই মধ্যাহ্নভোজের মাধ্যমে আপ এবং কংগ্রেস নেতাদের একসঙ্গে আনতে সমর্থ হন। গতকালকের এই অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন। এছাড়াও কংগ্রেসের মুকুল ওয়াসনিক, আজয় মাকেনও ছিলেন। এদিকে আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী সিংও ছিলেন। আর এই মধ্যাহ্নভোজের অনুষ্ঠানেই দিল্লিতে আসন ভাগাভাগি নিয়ে সুর নরম করতে শোনা গেল কেজরিওয়ালকে। প্রসঙ্গত, কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি আম আদমি পার্টির হয়ে একাধিক মামলা লড়েছেন। এই আবহে দুই দলের মধ্যে কার্যত 'মধ্যস্থতাকারীর' ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports