হিমাচল প্রদেশে এই মুর্হুতে কংগ্রেসের অবস্থা সঙ্কটজনক। এনিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে কংগ্রেসে। সেই অবস্থায় দলের সেই অস্বস্তি আরও বাড়িয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করলেন হিমাচলের প্রদেশ কংগ্রেস সভানেত্রী তথা দলের সাংসদ প্রতিভা সিং। শুধু তাই নয়, তিনি বলেছেন, কংগ্রেসের জয়ের সম্ভাবনা কম। এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ দুয়ারে ভোট, খাড়গের উপর পড়ল বিরাট দায়িত্ব! ইস্তেহারের নকশা তৈরি করছে কংগ্রেস
জানা গিয়েছে, কংগ্রেস হাই কম্যান্ড তাঁকে হিমাচলের মান্ডি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে। তারপরেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছেন। হিমাচল কংগ্রেস সভানেত্রী বলেন, সরকার ক্ষমতায় থাকাকালীন কর্মীদের জন্য কিছুই করা হয়নি। এই অবস্থায় মানুষ কেন কংগ্রেসকে ভোট দেবেন? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভানেত্রী। তিনি বলেন, ‘বাকি টিকিট নিয়ে এখনও সময় আছে। কয়েকদিনের মধ্যেই আমরা লোকসভা ও বিধানসভার টিকিট ঠিক করব।’
প্রসঙ্গত, হিমাচল প্রদেশে কংগ্রেস এখন ব্যাকফুটে। ৬ বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে বরখাস্ত করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ঠিক সেই মুহূর্তে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করার ফলে কংগ্রেস আরও সমস্যার মধ্যে পড়েছে। তিনি বলেছেন, কংগ্রেসের নেত্রী হওয়ায় তাঁকে হিমাচলের সব এলাকা ঘুরে দেখতে হবে। তিনি আরও বলেন, ‘ এখন পরিস্থিতি ভাল নয়। আমি রাজ্যের প্রতিটি এলাকা ঘুরেছি এবং দেখেছি যে কোনও কর্মী সক্রিয় নেই। এমন পরিস্থিতিতে সাফল্য পাওয়া কঠিন।’ সেকারণে তিনি নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। তিনি জানান, শুধু সাংসদ তহবিল করে নির্বাচনে জেতা যায় না।