
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সম্প্রতি তিনি হাঁটু ভাঙার তত্ত্ব দিয়েছিলেন। তা নিয়ে শোরগোল কম হয়নি। তার মধ্যেই ভেসে উঠেছিল ‘নাচিয়া নাচিয়া’ ফেসবুক পোস্ট। এবার নিজের অবস্থানেই অনড় থাকলেন তিনি। হ্যাঁ, তিনি দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এবার তিনি যা বললেন তা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতি। পুরসভা নির্বাচনের প্রাক্কালে আবার বেলাগাম তৃণমূল কংগ্রেস বিধায়ক।
ঠিক কী বলেছেন উদয়ন গুহ? রবিবার সন্ধ্যার প্রচারে তুফানগঞ্জে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মালতি রাভার হাঁটু ভাঙতে হবে না। বয়স হচ্ছে। এমনিতেই শরীরে ক্যালসিয়াম কম। হাঁটু এমনিতেই ভেঙে যাবে।’ এটা বলে তিনি ব্যাখ্যা দিলেন আগেও বিজেপি বিধায়ক মালতি রাভা রায়ের হাঁটু ভাঙবেন বলেননি। যাঁরা বাংলা ভাগের দাবিতে মিছিল করবে জনগণ তাঁদের হাঁটু ভেঙে দেবে।
কিছুদিন আগে তিনি বলেছিলেন, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন। যতক্ষণ মুখ্যমন্ত্রী ছিলেন, ততক্ষণ সেখানে কারও যাওয়ার সাহস হয়নি। কিন্তু যখনই মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে উঠে চলে গেলেন তখনই বিজেপি নেতারা ওই মঞ্চে উঠে বলেছেন কোচবিহার–সহ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। তাঁরা আলাদা রাজ্যের দাবি করেছেন। বাংলাকে তাঁরা আবার ভাগ করতে চান। আর যাঁরা তা করতে চান রাস্তায় নেমে মিছিল করলে হাঁটু আস্ত নিয়ে ফিরতে হবে না। মানুষ হাঁটু ভেঙে দেবে।
এদিন তিনি সংবাদমাধ্যম বলেন, ‘মালতী রাভা নাকি বলেছেন, আমি ওনার হাঁটু ভাঙব। আমি ওনার হাঁটু কেন ভাঙব? প্রথম কথা উনি মহিলা। ওনার গায়ে আঘাত করা তো একজন পুরুষের পক্ষে শোভা পায় না। দুই, মালতী রাভা যেহেতু মহিলা এবং বয়স হচ্ছে, তাই তাঁর শরীর থেকে ক্যালসিয়াম কমে যাচ্ছে। আর ক্যালসিয়াম কমার ফলে হাঁটু তো এমনিতেই ব্যাথার চোটে সিড়ি ভাঙতে পারবে না, হাঁটতে পারবে না। আমার ভাঙতে হবে কেন! ও ক্যালসিয়ামের অভাবে ওঁর হাঁটু এমনিই ভেঙে যাবে। আমার ভাঙার দরকার হবে না।’
৳7,777 IPL 2025 Sports Bonus