প্রাথমিক ধাক্কা সামলে জয়পুরে রাজস্থান রয়্যালসের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও হোমটিম পালটা ব্যাট করতে নামলে চেপে ধরতে পারেননি হার্দিক পান্ডিয়ারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে আইপিএল ২০২৪-এর প্লে-অফের দোড়গোড়ায় পৌঁছে যায় রাজস্থান।
সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া। যদিও ক্যাপ্টেনের সিদ্ধান্তকে প্রাথমিকভাবে মর্যাদা দিতে পারেননি রোহিত শর্মারা। মাত্র ২০ রানে টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট হারিয়ে বসে মুম্বই। দলগত ৫২ রানে তারা চার উইকেট খুইয়ে কোণঠাসা হয়ে পড়ে।
রোহিত শর্মা ৬ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন। খাতা খোলার আগেই ইশান কিষানকে সাজঘরে ফেরান সন্দীপ শর্মা। ১০ রান করে সন্দীপের দ্বিতীয় শিকার হন সূর্যকুমার যাদব। ২৩ রান করে মহম্মদ নবি যুজবেন্দ্র চাহালের ২০০তম আইপিএল শিকার হন।
চার নম্বরে ব্যাট করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন তিলক বর্মা। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৬৫ রান করে সাজঘরে ফেরেন। ৪৫ বলের ইনিংসে তিলক ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন নেহাল ওয়াধেরা। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪৯ রানের মারকাটারি ইনিংস খেলে ডাগ-আউটে ফেরেন।
ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ১০ বলে ১০ রান করেন। টিম ডেভিড ৩, পীযূষ চাওলা ১ ও জসপ্রীত বুমরাহ ২ রানের যোগদান রাখেন। শূন্য রানে আউট হন জেরাল্ড কোয়েটজি। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে।
রাজস্থানের সন্দীপ শর্মা ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। এটি তাঁর টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। চলতি আইপিএলের এক ম্যাচে কোনও বোলারের সেরা বোলিং পারফর্ম্যান্স এটি। এছাড়া ৩২ রানে ২টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ১টি করে উইকেট সংগ্রহ করেন আবেশ খান ও যুজবেন্দ্র চাহাল। ৪ ওভারে ৩১ রান খরচ করেও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন:- IPL 2024: ১০০ ম্যাচ, ২০০ উইকেট, ১০০০ রান, RR vs MI ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোন তিন তারকার
পালটা ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৮.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৮ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান। ওপেন করতে নেমে দুর্দান্ত শতরান করেন যশস্বী জসওয়াল। তিনি ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৯টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী।
আরও পড়ুন:- তৃতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে IPL-এ ১০০০ রান তিলক বর্মার, চোখ রাখুন সেরা পাঁচে
জোস বাটলার ৬টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩৫ রান করে আউট হন। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ২৮ বলে ৩৮ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। চাওলা ছাড়া মুম্বইয়ের কোনও বোলার উইকেট পাননি। বুমরাহ ৪ ওভারে ৩৭ রান খরচ করে উইকেটহীন থাকেন। ম্যাচের সেরা হন সন্দীপ।