Player Of The Tournament Cricket World Cup 2023- আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। টিম ইন্ডিয়ার কাছে ফাইনাল জিতে ওডিআই বিশ্বকাপের তৃতীয় ট্রফি দখল করার সুযোগ রয়েছে। ২৩ মার্চ ২০০৩ তারিখে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে সেবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল। সেই ম্যাচে ১২৫ রানে জিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ভারতের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে। এই বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি টিম ইন্ডিয়া। টানা ৯টি লিগ ম্যাচ জেতার পর, ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এখন দেখার ফাইনালের বাজি কারা জেতে?ফাইনালে নামার আগে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং মনে করেন যে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি একটু খারাপ পারফরম্যান্স করলে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হেরে যেতে পারে। যুবরাজ সিং যিনি ২০১১ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন, তিনি মনে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সতর্ক হতে হবে এবং কোনও ভুল করা চলবে না।টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন যুবরাজ সিংযুবরাজ সিং বলেন, ‘বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের গ্রাফটি দেখে, আমি মনে করি না তারা খারাপ পারফরম্যান্স করবে। ভারত যদি নিজে কোনও ভুল করে তাহলেই তারা এই বিশ্বকাপ হারাতে পারে। আমি মনে করি তারা এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর। ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার করেছে। যদিও আমরা ভালো খেলে ফাইনালে উঠেছিলাম, তবুও অস্ট্রেলিয়া আমাদের উপর আধিপত্য বিস্তার করেছিল। এবার আমার মনে হয় টুর্নামেন্টে ভারত আধিপত্য বিস্তার করেছে। অস্ট্রেলিয়াকে ফাইনালে তাদের সেরা ক্রিকেট খেলতে হবে অন্যথায় ভারতের বিরুদ্ধে তাদের কোন সুযোগ নেই।’কে হবেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট?যুবরাজ সিং এদিন চলতি বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের নাম জানান। আসলে একদিন আগেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকা ঘোষণা করেছে আইসিসি। এই তালিকায় রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা সহ ম্য়াক্সওয়েল, অ্যাডাম জাম্পার নাম। তালিকা আছে বুমরাহ-শামিদের নাম। তবে যুবরাজ এই নয় ক্রিকেটারের তালিকা থেকে মহম্মদ শামিকেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বেছে নিয়েছেন। যুবরাজ বলনে, ‘ভারতের বেঞ্চে সবসময় ম্যাচ উইনার আছে। আমি বলব না হার্দিকের ইনজুরি আসলে ভারতীয় দলের জন্য একটি আশীর্বাদ ছিল। তবে সবাই অপেক্ষা করছিল শামি কীভাবে পারফর্ম করবে তা দেখার জন্য। এবং তিনি যেভাবে মঞ্চে আগুন লাগিয়েছেন তা অসামান্য। আমি মনে করি কেউ যদি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারের যোগ্য হন, তিনি হলেন মহম্মদ শামি।’ এখন দেখার ফাইনাল ম্যাচে মহম্মদ শামি ও রোহিত-রাহুলের টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে।