কখনও দলের বাইরে থেকে পাকিস্তানের প্রাক্তনীরা নিশানা করছেন বিসিসিআইকে। আবার কখনও দলের ভিতর থেকে পাকিস্তানের কোচিং স্টাফদের কটাক্ষ ছুঁড়ে দিতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। মহম্মদ হাফিজের মতো প্রাক্তন পাক তারকা ভারত-পাকিস্তান ম্যাচের আগেই প্রশ্ন তোলেন বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট নাকি বিসিসিআইয়ের, সেই বিষয়ে। এবার ভারতের কাছে বাবর আজমরা বিধ্বস্ত হওয়ার পরে পাক টিম ডিরেক্টর মিকি আর্থারকে বলতে শোনা যায় যে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আবহ দেখে মনে হচ্ছিল বিশ্বকাপ নয়, বরং বিসিসিআই আয়োজিত কোনও দ্বিপাক্ষিক ম্যাচ খেলা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে আর্থারের যুক্তি ছিল অদ্ভুত। ম্যাচের সারাক্ষণই নাকি উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে ভারতকে। পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বিন্দুমাত্র সমর্থন ছিল না। এমন কি ‘দিল দিল পাকিস্তান’ গানও বিশেষ বাজানো হয়নি লাউড স্পিকারে।
এমন বোকা বোকা অজুহাতের জন্য ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন পাক দলনায়ক সমালোচনা করতে ছাড়েননি আর্থারের। তবে ইভন্ট নিয়ে কার্যত পক্ষপাতিত্বের অভিযোগ তোলার পরে আইসিসি আর্থারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কিনা, সেটা দেখার আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে আইসিসির তরফে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া মেলে।
আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: মুস্তাক আলিতে ধুন্ধুমার ব্যাটিং সৌরভের, ১৩ বলে হাফ-সেঞ্চুরি করে ছুঁলেন যশস্বীর রেকর্ড
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বিষয়টি নিয়ে নিজের মতামত পেশ করেন। তিনি জানান যে, আইসিসি নিশ্চিতভাবেই খতিয়ে দখবে বিশ্বকাপ আরও ভালোভাবে উপস্থাপন করার জন্য কী কী বদল করা যায়। ইএসপিএন-ক্রিকইনফোর উদ্ধৃতি অনুযায়ী গ্রেগ বলেন, ‘আমাদের প্রতিটি ইভেন্ট নিয়েই কোনও না কোনও মহল থেকে সমালোচনা করা হয়। বিষয়গুলি নিয়ে আমরা পর্যালোচনা করব এবং সেগুলিকে আরও নিশ্ছিদ্র করার চেষ্টা করা হবে।’
বার্কলে আরও বলেন, ‘এবারের ইভেন্ট সবে মাত্র শুরু হয়েছে। দেখা যাক সব কিছু কীভাবে এগোয়। টুর্নামেন্ট শেষ হলে আমরা বিশ্লেষণ করব। খতিয়ে দেখা হবে কী কী বদল করা দরকার এবং কোন কোন বিষয়গুলি আমাদের আরও পরিণত করে তোলা সম্ভব। কীভাবে বিশ্বকাপকে আরও ভালো করে তোলা যায়, নিশ্চিতভাবেই সেই বিষয়ে আলোচনা করা হবে।’
আরও পড়ুন:- 'আমাদের সময়ে তবু লড়াই চালাত, পাকিস্তানের এই দলটা চাপ সামলাতেই পারে না', বাবর আজমদের কটাক্ষ সৌরভের
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর আমদাবাদে ভারতের কাছে পাকিস্তান একতরফাভাবে পরাজিত হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে মিকি আর্থার বলেন, 'সত্যি কথা বলতে, আজকের ম্যাচটা দেখে মনে হয়নি যে এটা আইসিসি ইভেন্ট। মনে হচ্ছিল যেন এটা দ্বিপাক্ষিক সিরিজ, বিসিসিআইয়ের ইভেন্ট। আজ লাউড স্পিকারে বেশিবার দিল দিল পাকিস্তান বেজে উঠতেও শুনিনি। হ্যাঁ, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’