চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ ২০২৩ অভিযান শুরু করে ভারত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগের অভিযান শেষ করেন রোহিত শর্মারা। মাঝের সময়ে টিম ইন্ডিয়া একে একে হারিয়ে দেয় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে। অর্থাৎ, রাউন্ড রবিন লিগের ৯টি ম্যাচেই জয় তুলে নেয় ভারত।
একমাত্র দল হিসেবে সব ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। রবিবার চিন্নাস্বামীতে ডাচদের হারিয়ে উঠে অপরাজিত থাকার রহস্য ফাঁস করলেন রোহিত। কোন ফর্মুলায় লিগ পর্বে অভাবনীয় সাফল্য পেয়েছেন তাঁরা, হদিশ দেন হিটম্যান।
রোহিত বলেন, ‘যে থেকে আমরা টুর্নামেন্ট শুরু করেছি, একটা করে ম্যাচে নজর ছিল আমাদের। আমরা কখনই অনেক দূরে তাকাতে চাইনি। এটা দীর্ঘ টুর্নামেন্ট। শেষ পর্যন্ত যেতে হলে ১১টি ম্যাচ খেলতে হবে। সুতরাং, লক্ষ্যটাকে ছোট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সেভাবেই আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়েছি।’
রোহিত আরও যোগ করেন, ‘ভিন্ন ভিন্ন মাঠে খেলতে হয়েছে আমাদের। পরিস্থিতি অনুযায়ী নিজেদের মেলে ধরা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক সেটাই করেছি আমরা। ৯টি ম্যাচে যেভাবে নিজেদের মেলে ধরতে পেরেছি, ভীষণ খুশি। প্রথম ম্যাচ থেকে আজকের ম্যাচ পর্যন্ত, অত্যন্ত নিখুঁত ক্রিকেট উপহার দিতে পেরেছি আমরা।’
আরও পড়ুন:- IND vs NED: ‘১০ বছর’ পরে ODI-তে উইকেট নিলেন কোহলি, গ্যালারিতে উচ্ছ্বাসে ভাসলেন অনুষ্কা- ভিডিয়ো
দলের সার্বিক পারফর্ম্যান্স নিয়ে রোহিত বলেন, ‘দু-একজন নয়, বরং আলাদা আলাদা খেলোয়াড় সময়ে সময়ে দায়িত্ব ভাগ করে নিয়েছে এবং নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে। সবাই দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। আলাদা আলাদা মাঠে খেলতে নামাটা চ্যালেঞ্জের। আমরা দারুণভাবে ভিন্ন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। শুরুতে টানা চারটি ম্যাচে আমরা রান তাড়া করেছি। তার পরে আমাদের শুরুতে ব্যাট করতে হয়েছে। স্পিনারদের সঙ্গে পেসাররাও দায়িত্ব ভাগ করে নিয়েছে।’
শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা ঘরের মাঠে খেলতে নেমেছি। তাই প্রত্যাশার চাপ রয়েছে। আমরা একে অপরের সান্নিধ্য ও সাফল্য উপভোগ করি। মাঠে নেমে খেলাটাকে উপভোগ করা গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন:- IND vs NED: দীপাবলিতে চার-ছক্কার ফুলঝুরি, বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান লোকেশ রাহুলের