বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs AUS: এতদিন পরে কেন অশ্বিনের ডাক পড়ল ওডিআইতে? রোহিতের মনের কথা জানালেন বোর্ড আধিকারিক
পরবর্তী খবর
IND vs AUS: এতদিন পরে কেন অশ্বিনের ডাক পড়ল ওডিআইতে? রোহিতের মনের কথা জানালেন বোর্ড আধিকারিক
2 মিনিটে পড়ুন Updated: 21 Sep 2023, 09:48 AM ISTTania Roy
এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে অক্ষর প্যাটেলের বাঁ-কোয়াড্রিসেপ স্ট্রেনের কারণে তিনি আপাতত ২২ গজের বাইরে। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপে চোটের জন্য অক্ষর খেলতে না পারলে, সে ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরতেও পারে তারকা স্পিনারের।
রোহিত শর্মা এবং রবিচন্দ্র অশ্বিন।
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের এক মাস আগে রবিচন্দ্রন অশ্বিনের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ফর্ম্যাটে প্রত্যাবর্তন বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন যে, সিনিয়র স্পিনারের খেলার সে ভাবে সুযোগ না পেলেও, সেটা খুব টিমের জন্য উদ্বেগের বিষয় নয়। অশ্বিন শেষ বার টিম ইন্ডিয়ার হয়ে ২০২২ সালের জানুয়ারিতে একটি ওডিআই ম্যাচ খেলেছিলেন। তবে এবার বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে সুযোগ পান অশ্বিন।
প্রসঙ্গত, অলরাউন্ডার অক্ষর প্যাটেলের চোট থাকায় বিশ্বকাপে তিনি অনিশ্চিত। অক্ষর খেলতে না পারলে, স্পিনার অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজনকে বিশ্বকাপের দলে নেওয়া হতে পারে। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা আইসিসি বিশ্বকাপের আসন্ন সংস্করণের একক ভাবে আয়োজন করছে। হাইভোল্টেজ এই ইভেন্টের আগেই অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে অশ্বিন, সুন্দর দুই তারকাকেই রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার সাবা করিম আইসিসি বিশ্বকাপের আগে সাদা বলের সেটআপে অশ্বিনের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। প্রাক্তন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ক্রিকেট অপারেশন্সের জেনারেল ম্যানেজার বলেছেন যে, ভারত অধিনায়ক রোহিত অশ্বিনকে ম্যাচ উইনার হিসাবে বিবেচনা করেন।
সাবা করিম জিও টিভি-তে একটি আলোচনার সময়ে দাবি করেছেন, ‘আমি মনে করি রবিচন্দ্রন অশ্বিনকে একজন ম্যাচ বিজয়ী হিসাবে দেখেন রোহিত শর্মা এবং তিনি সাদা বলের ক্রিকেটে যে ধরণের দৃষ্টিভঙ্গি দেখাতে চান, তাতে তিনি খুব স্পষ্ট। এখন বিশ্বকাপ সামনে আসার সঙ্গে সঙ্গে, তিনি ওয়ানডে ক্রিকেটের গতিশীলতা বেশ ভালো ভাবে বুঝছেন এবং জানেন যে, এমন খেলোয়াড় বাছাই করতে হবে, যাদের এই ধরণের আক্রমণাত্মক মানসিকতা রয়েছে।’
এর সঙ্গেই করিম যোগ করেছেন, ‘ও এটাও জানে যে, ওর বোলিং লাইনআপে তার ছয়ের মধ্যে অন্তত পাঁচটি উইকেট নেওয়ার বিকল্প থাকতে হবে এবং যদি একাদশে অশ্বিন থাকে, তাহলে সেই আক্রমণাত্মক বিকল্পটি পাওয়া যায়। আপনি যদি অন্য সব খেলোয়াড়ের দিকে তাকান, যারা রিজার্ভে আছে- তাদের সকলেরই আক্রমণাত্মক মানসিকতা রয়েছে। তাই, আমি মনে করি, রোহিত শর্মা এই আক্রমণাত্মক পদ্ধতির সঙ্গেই চালিয়ে যেতে চান যে, যেমনটা এশিয়া কাপের চ্যালেঞ্জে ভারতীয় দলকে খেলতে দেখেছি।’