আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর অভিযান শুরু করেছে ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়া অনেক পরীক্ষা করেছে। যেমন চার অল রাউন্ডারকে খেলানো থেকে বিরাট-রোহিতকে দিয়ে ওপেনিং করানো। এর মাঝেই ঋষভ পন্তকে তিন নম্বরে ব্য়াট করতে নামিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। তিন নম্বরে নিজেকে প্রমাণ করেছিলেন ঋষভ পন্ত। এবার প্রশ্ন হল আগামীতেও কী পন্তকে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
তিন নম্বরেই খেলবেন ঋষভ পন্ত!
ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে ঋষভ পন্তের পজিশন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। তিন নম্বর স্থান ধরে রাখার সম্ভাবনার বিষয়ে একটি বড় ইঙ্গিত দিয়েছেন তিনি। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং ম্যাচে ভারতের ব্যাটিং সেট-আপ অনেক প্রশ্নের উত্তর দিয়েছে।
আরও পড়ুন… টাইমস স্কোয়ারে দেখান পন্তের রিভার্স স্কুপ ছক্কা: USA-তে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে জাফরের পরামর্শ
ভারত তাদের স্বাভাবিক ওপেনিং জুটি অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। অভিজ্ঞ অধিনায়কের সঙ্গে ওপেন করতে নামেন দৃঢ়চেতা ব্যাটসম্যান বিরাট। কোহলিকে ওপেনিং স্লটে উন্নীত করায়, সূর্যকুমার যাদব পরবর্তীতে ব্যাট করতে আসবেন বলে আশা করা হয়েছিল। যাইহোক, ঋষভ পন্ত তিন নম্বর স্থানে ব্যাট করতে নেমে মেন ইন ব্লু-এর হয়ে জয়ী রান তুলেছিলেন।
আরও পড়ুন… রোনাল্ডো-মেসির পরেই রয়েছে তাঁর নাম! খেলছেন তিন উপমহাদেশে- দেখে নিন সুনীল ছেত্রীর গড়া একাধিক রেকর্ড
ঋষভ পন্তকে নিয়ে কী ইঙ্গিত দিলেন বিক্রম রাঠোর
খেলার পরে, বিক্রম রাঠোর ইঙ্গিত দিয়েছিলেন যে ঋষভ পন্ত এই ভূমিকায় পারফর্ম চালিয়ে যেতে পারেন কারণ তিনি বাম এবং ডান-হাতের ব্যাটিং সংমিশ্রণ স্থাপনে সহায়তা করবেন। বিক্রম রাঠোর বলেছেন, ‘হ্যাঁ, সে সত্যিই ভালো ব্যাটিং করছে। যে দুটি ম্যাচ সে খেলেছে, তাকে সত্যিই খুব ভালো লাগছিল। তাই হ্যাঁ, এই মুহূর্তে সে আমাদের তিন নম্বরে নামবেন। এবং সে যেহেতু একজন বাঁহাতি ব্যাটার তাই এটা দলের জন্যেও সাহায্য করবে।’
আরও পড়ুন… হার্দিকের হুঙ্কার সাবলীল পন্ত, অফফর্ম ঝেড়ে ফেললেন রোহিত-আয়ারল্যান্ড ম্যাচে ভারতের পাঁচ প্রাপ্তি
২০২২ সালের ডিসেম্বরে তার প্রাণঘাতী দুর্ঘটনার পর পন্ত আন্তর্জাতিক সার্কিটে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি পিচের অভূতপূর্ব বাউন্সের সঙ্গে মোকাবিলা করতে লড়াই করেছিলেন এবং এমনকি তার বাহুতে আঘাতও পেয়েছিলেন। তবে সামগ্রিকভাবে, ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন এই বাঁ-হাতি ব্যাটার।