বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে বাংলাদেশের বিরুদ্ধে একটি অনন্য নজির গড়েছেন বিরাট কোহলি। আসলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ওডিআই-এ মহম্মদ আজহারউদ্দিনের সর্বাধিক ক্যাচের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।
‘কিং’ কোহলি এই কীর্তি অর্জন করেন দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে নিজেদের প্রথম ম্যাচে। ম্যাচের ৪৩তম ওভারে নিজের ১৫৬তম ওডিআই ক্যাচটি ধরে ফেলেন বিরাট কোহলি। মহম্মদ শামির বলে জাকের আলির টপ-এজ লং-অন অঞ্চলে চলে যায়, এই ক্যাচটি ধরে আজহারউদ্দিনের রেকর্ড স্পর্শ করেন বিরাট কোহলি।
এর ফলে, এখন কোহলি ও আজহারউদ্দিন যৌথভাবে ভারতের হয়ে সবচেয়ে বেশি ওডিআই ক্যাচ নেওয়ার রেকর্ডটি ভাগ করে নিচ্ছেন। এই তালিকায় তাঁদের পরেই রয়েছেন সচিন তেন্ডুলকর (১৪০), রাহুল দ্রাবিড় (১২৪) এবং সুরেশ রায়না (১০২)। আন্তর্জাতিকভাবে, কোহলি ও আজহারউদ্দিনের চেয়ে এগিয়ে আছেন কেবল শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (২১৮ ক্যাচ) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬০ ক্যাচ)।
আরও পড়ুন … পাকিস্তানের বিরুদ্ধেও একই মানসিকতা থাকবে: বাংলাদেশের ৫ উইকেট শিকারের পরে শামির হুঙ্কার
কোহলি এই রেকর্ডটি গড়েন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে। তিনি প্রথমে কাভার পয়েন্টে নাজমুল হোসেন শান্তর ক্যাচ নেন এবং পরে লং-অনে জাকের আলির গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেন। এভাবে তিনি আজহারউদ্দিনের রেকর্ড স্পর্শ করেন।
আজহারউদ্দিন ভারতের হয়ে ৩৩৪টি ওডিআই খেলেছিলেন, আর কোহলি মাত্র ২৯৮ ম্যাচেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। ভারতের ইতিহাসে ১০০-এর বেশি ওডিআই ক্যাচ নেওয়া খেলোয়াড়ের সংখ্যা মাত্র পাঁচজন।
ভারতের হয়ে ওডিআই-এ সর্বাধিক ক্যাচ:
১) বিরাট কোহলি – ১৫৬*
২) মহম্মদ আজহারউদ্দিন – ১৫৬
৩) সচিন তেন্ডুলকর – ১৪০
৪) রাহুল দ্রাবিড় – ১২৪
৫) সুরেশ রায়না – ১০২
আরও পড়ুন … Concussion substitute controversy: রবি বিষ্ণোইয়ের বদলে হেমাঙ্গ প্যাটেল কেন? গুজরাটের বিরুদ্ধে কেরলের অভিযোগ
সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা ৯৬ ক্যাচ নিয়ে তালিকার পরবর্তী স্থানে রয়েছেন। এছাড়া, কোহলি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওডিআই রান সংগ্রাহক, সচিন তেন্ডুলকরের পরেই। তিনি খুব শিগগিরই ওয়ানডে ফরম্যাটে ১৪,০০০ রান করা বিশ্বের তৃতীয় ক্রিকেটার হয়ে উঠতে পারেন।
এই ম্যাচেই মহম্মদ শামি আরেকটি ইতিহাস গড়েছেন, ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। পাশাপাশি, তিনি জাহির খানের রেকর্ড ভেঙে আইসিসির সাদা বলের টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। যেখানে তাঁর ঝুলিতে মোট ৬০টি উইকেট রয়েছে।
আরও পড়ুন … দুবাইয়ে যেন CWC 2023 আবহ! Champions Trophy 2025 অভিযান শুরুর আগে ভাইরাল রোহিতের সুখি পরিবারের ছবি
বাংলাদেশ যখন ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল, তখন জাকের আলি ও তৌহিদ হৃদয়ের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির (১০০ রান) কল্যাণে বাংলাদেশ শেষ পর্যন্ত ২২৮ রানের সম্মানজনক সংগ্রহ করে। তবে শুভমন গিলের শতরানের দৌলতে সঙ্গে রোহিত শর্মার ৩৬ বলে ৪১ রান ও কেএল রাহুলের ৪৭ বলে ৪১ রানের ফলে ৪৬.৩ ওভারেই জয় ছিনিয়ে নেয় ভারত। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য পাকিস্তান ম্যাচ।