নাগাল্যান্ডের পরে এবার বরোদা, বিজয় হাজারে ট্রফিতে টানা দু'ম্যাচে দাপুটে জয় তুলে নিল বাংলা। শনিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ই-গ্রুপের ম্যাচে বিষ্ণু সোলাঙ্কির নেতৃত্বাধীন বরোদার বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেন অভিমন্যু ঈশ্বরনরা।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলা। অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে দলকে শক্ত ভিতে বসিয়ে দেন অভিমন্যু ঈশ্বরন। প্রথম উইকেটের জুটিতে ১১৮ রান তুলে ফেলে বাংলা। অভিষেক পোড়েল ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে আউট হয়ে বসলে জুটি ভাঙে। পোড়েল ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৫৯ রান করে আউট হন।
অভিমন্যু ঈশ্বরনকে অবশ্য শতরানের আগে থামানো যায়নি। তিনি ১৭টি বাউন্ডারির সাহায্যে ১৩৮ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৪১ রান করে আউট হন। শেষ বেলায় ব্যাট চালিয়ে ৩৫ রান করেন প্রদীপ্ত প্রামানিক। তিনি ১৪ বলের মারকাটারি ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
মাত্র ২ রান করে আউট হন ক্যাপ্টেন সুদীপ ঘরামি। শাহবাজ আহমেদ ৯, ঋত্বিক রায়চৌধুরী ৮, করণ লাল ৩ ও আকাশ দীপ ২ রানের যোগদান রাখেন। বাংলা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। বরোদার হয়ে ৫১ রানে ৩টি উইকেট নেন অতীত শেঠ। ৬৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন অভিমন্যুসিং রাজপুত। ১টি উইকেট নেন নিনাদ।
আরও পড়ুন:- U19 Asia Cup: যুব এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন পঞ্জাবের উদয়, হাই-ভোল্টেজ ভারত-পাক ম্যাচ কবে? দেখুন স্কোয়াড ও সূচি
জবাবে ব্যাট করতে নেমে বরোদা ৪৪.২ ওভারে ২১৯ রানে অল-আউট হয়ে যায়। ৯৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে বাংলা। বরোদার হয়ে সব থেকে বেশি ৫৯ রান করেন শাশ্বত রাওয়াত। ৬৫ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। এছাড়া মিতেশ প্যাটেল ৩২, অভিমন্যুসিং রাজপুত ৩২, শিবালিক শর্মা ৩৭, অতীত শেঠ ১৮ ও সোয়েব সোপারিয়া ১১ রানের যোগদান রাখেন। ক্যাপ্টেন বিষ্ণু ৬ রান করে আউট হন।
আরও পড়ুন:- World Cup 2023: রোহিত-কোহলিরা নাকি ট্র্যাভিস হেডের সন্তান, অপমানজনক পোস্টে লাইক করে বিতর্কে কামিন্স-ম্যাক্সওয়েল
বাংলার হয়ে ৪৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। ৪৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন করণ লাল। ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন মহম্মদ কাইফ। ২০ রানে ১টি উইকেট নেন আকাশ দীপ। ৪০ রানে ১টি উইকেট সংগ্রহ করেন শাহবাজ আহমেদ। ২ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে বাংলা আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।