বর্ডার-গাভাসকর ট্রফির আগে যে ভুল করেছিল ভারতীয় দল, ইংল্যান্ড সফরের আগেও কি সেই ভুলের পুনরাবৃত্তি করবে টিম ইন্ডিয়া? তেমন সম্ভাবনা উঁকি দিতে শুরু করেছে এখন থেকেই। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ঠিক নাকি ভুল, সেটা বোঝা যাবে ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পরেই।
গতবছর বর্ডার-গাভাসকর ট্রফির আগে স্থানীয় দলের বিরুদ্ধে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া। পরিবর্তে ভারতীয়-এ দলের ক্রিকেটারদের সঙ্গে একজোট হয়ে আন্তঃস্কোয়াড প্র্যাক্টিস ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন গৌতম গম্ভীররা। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবির পরে বিশেষজ্ঞরা বিস্তর সমালোচনা করেন টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে। যদিও অজি সফরের আগে থেকেই সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ভারতের প্রস্তুতি ম্যাচের স্বপক্ষে জোরালো মত পেশ করেন।
অস্ট্রেলিয়া সফরে নিতান্ত খারাপ পারফর্ম্যান্স করলেও সেই একই ফর্মুলা থেকে ভারতীয় দল সরে আসছে না বলে খবর। ক্রিকবাজের খবর অনুযায়ী, ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতীয় দল একটি মাত্র রুদ্ধদ্বার অনুশীলন ম্যাচ খেলবে। সেটিও আবার ভারতীয়-এ দলের বিরুদ্ধে, স্থানীয় কোনও কাউন্টি দলের বিরুদ্ধে নয়।
টিম ইন্ডিয়ার টেস্টে সিরিজের আগে ভারতীয়-এ দল ইংল্যান্ড সফরে উড়ে যাবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একজোড়া চার দিনের বেসরকারি টেস্ট ম্যাচ খেলতে। সেই দলে ভারতের টেস্ট স্কোয়াডের কয়েকজন ক্রিকেটারও থাকতে পারেন। ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত এ-দলের প্রথম ম্যাচ খেলা হবে ক্যান্টারবেরিতে। ৬ থেকে ৯ জুন এ-দলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে নর্দাম্পটনশায়ারে।
এই ২টি ম্যাচ খেলার পরেই ভারতের সিনিয়র দলের বিরুদ্ধে বেকেনহ্যামের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারতের-এ দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ১৩ জুনের আশেপাশে। ভারতের সিনিয়র দলের ক্রিকেটারদের জুনের দ্বিতীয় সপ্তাহেই ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা। আইপিএল অভিযানের উপর নির্ভর করে কয়েকজন ক্রিকেটার তার আগেও ইংল্যান্ডে পৌঁছে যেতে পারেন। ভারতীয় দল ইংল্যান্ডে পৌঁছে প্রস্তুতি শুরু করবে লন্ডনে।
এখনও পর্যন্ত কোনও কাউন্টি দলের সঙ্গে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনার কথা শোনা যায়নি। ভারতীয়-এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচটিও ক্যামেরার আড়ালেই খেলতে চায় টিম ইন্ডিয়া। উল্লেখ্য, ২০ জুন থেকে হেডিংলেতে খেলা হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ২ জুলাই থেকে বার্মিংহ্যামে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১০ জুলাই থেকে লর্ডসে বসবে তৃতীয় টেস্টের আসর। ২৩ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা হবে সিরিজের চতুর্থ টেস্ট। ৩১ জুলাই থেকে ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ।