বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মহিলা টি-২০ বিশ্বকাপ। শুক্রবার টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে ভারতের মহিলা ক্রিকেট দলের হেড কোচ অমল মজুমদার জানান, টি-২০ বিশ্বকাপে অধিনয়ক হরমনপ্রীত কৌর ৩ নম্বরে ব্যাট করবেন। সাধারণত এতদিন ৩ নম্বরে ব্যাট করতেন জেমিমা রদ্রিগেজ। তিনি এই টুর্নামেন্ট ৫ নম্বরে ব্যাট করতে আসবেন। এর আগে টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ৩ নম্বরে ব্যাট করেছেন হরমনপ্রীত। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে দু’টি ওয়ার্ম আপ ম্যাচেই জয় পায় ভারত।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ বলেন, ‘এই সিদ্ধান্ত শুধু ওয়ার্ম আপ ম্যাচের উপর নির্ভর করে নেওয়া হয়নি।মুম্বই থেকে রওনা হওয়ার আগে ভারতীয় দলের ক্যাম্প চলাকালীন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। বেঙ্গালুরুতে আমাদের এক ক্যাম্প অনুষ্ঠিত হয়, সেখানেই এটা ঠিক করে নেওয়া হয়েছিল। বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে জয় পাওয়া আমাদের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে। আপনি স্কোর কার্ডে নজর দিলেই বিষয়টি বুঝে যাবেন’।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক শুধু ব্যাটে নয়, বলেও বেশ ভালো। তিনি সাধারণত অফ স্পিন বল করে থাকেন। তবে বেশকিছু সময় ধরে তাঁকে বল হাতে টি-২০ ক্রিকেটে দেখা যায়নি। কোচ অমল মজুমদার ভারতীয় দলের ষষ্ঠ বোলিং অপশন নিয়ে চিন্তা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা ষষ্ঠ বোলার খোঁজার বিষয়ে নজর দিয়েছি। আমরা আমাদের দলের টপ ৬-এর সঙ্গে কথা বলেছি। তাঁদের দিয়ে যদি ২-৪ ওভার বল করানো সম্ভব হয়, তবে তা আমাদের জন্যই লাভজনক। তাঁরা প্রত্যেকেই বোলিং জানেন। এখন প্রশ্ন হল তাঁদের মাঠে কীভাবে ব্যবহার করা হবে। হরমনপ্রীত অনেকদিন বল না করলেও ওয়ার্ম আপ ম্যাচে তাঁকে দিয়ে বল করানো হয়। তিনি যথেষ্ট সাবলীল বল হাতে’। উল্লেখ্য তিন নম্বরে জেমিমা ইনিংসটা পুরো ধরে খেলতেন। অন্যদিকে পরে নেমে চালাতে গিয়ে সস্তায় আউট হয়ে যাচ্ছিলেন হরমনপ্রীত। সেই কারণেই হয়তো এবার তিনে আসার কথা ভাবছেন অধিনায়ক। কিন্তু তাতে দলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে কিনা, সেটা সময়ই বলবে।
ভারতীয় মহিলা দলের কোচ জানান, বর্তমানে তিনি দলের ফিটনেসের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই এবিষয়ে কাজ করছেন তিনি। তাঁর মতে উইমেন্স প্রিমিয়ার লিগ মহিলা ক্রিকেটে বড় ভূমিকা পালন করছে। এই টুর্নামেন্টের ফলে অনেক নতুন নতুন প্রতিভা উঠে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যার ফলে লাভবান হচ্ছে ভারতীয় ক্রিকেট। কোচ বলেন, ‘যে যেই পজিশনেই খেলুক তাঁকে সুযোগ পেলে দলের হয়ে নিজের সেরাটা দিতে হবে। এই জন্যেই তাঁদের দলে নেওয়া হয়েছে। আমার মনে হয় আমাদের কাছে একটি সঠিক ভারসাম্য যুক্ত দল রয়েছে’।