একদিকে ঘরের মাঠে ব্যাট হাতে তাণ্ডব চালালেন দাদা সরফরাজ খান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপে ব্যাট হাতে ঝড় তুললেন ভাই মুশির খান। একই দিনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বড় ভাই সরফরাজ নির্ভরতা দিলেন ভারতীয়-এ দলকে। ছোট ভাই মুশিরের শতরানের সুবাদে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩০০ টপকে বিরাট ইনিংস গড়ে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
ভারতীয়-এ দল বনাম ইংল্যান্ড লায়ন্স:-
আমদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৮৯ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ খান। তিনি শেষমেশ ১৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৬০ বলে ১৬১ রানের দুরন্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন।
ইংল্য়ান্ড লায়ন্সের ১৫২ রানের জবাবে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৪৯৩ রান তোলে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ভারত ৩৪১ রানের বিশাল লিড নেয়। সরফরাজ ছাড়া দাপুটে শতরান করেন দেবদূত পাডিক্কাল। তিনি ১৭টি বাউন্ডারির সাহায্যে ১২৬ বলে ১০৫ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- Root Breaks Sachin's Record: হায়দরাবাদে ইতিহাস জো রুটের, সচিনের রেকর্ড ভেঙে এক নম্বরে ব্রিটিশ তারকা
এছাড়া হাফ-সেঞ্চুরি করেন অভিমন্যু ঈশ্বরন, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার। ঈশ্বরন ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ৫৮ রান করেন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩২ বলে ৫৭ রান করেন ওয়াশিংটন। ১৬টি বাউন্ডারির সাহায্যে ৯২ বলে ৭৭ রান করেন সৌরভ। খাতা খুলতে পারেননি রিঙ্কু সিং ও উপেন্দ্র যাদব। মাত্র ৬ রান করেন তিলক বর্মা।
অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল বনাম আয়ারল্যান্ডের যুব দল:-
অন্যদিকে ব্লুমফেন্টনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যুব বিশ্বকাপের এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩০১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
আরও পড়ুন:- DRS Controversy: প্রযুক্তির ভুলেই কি ‘বেনিফিট অফ ডাউট’ পেলেন জো রুট? প্রশ্ন তুললেন শাস্ত্রী
সরফরাজের ভাই মুশির খান ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০০ বলে শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৬ বলে ১১৮ রানের মারকাটারি ইনিংস খেলে রান-আউট হন মুশির।
এছাড়া অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন উদয় সাহারান। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭৫ রান করে সাজঘরে ফেরেন। আদর্শ সিং ১৭, অর্শিন কুলকার্নি ৩২, আরাভেল্লি অবনীশ ২২ ও সচিন ধাস অপরাজিত ২১ রানের যোগদান রাখেন।