ওয়াংখেড় স্টেডিয়াম ফিরে তুমুল বিদ্রূপের মুখে পড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের টসের সময় তাঁর নাম ঘোষণা করা হতেই দর্শকরা চূড়ান্ত বিদ্রূপ করতে শুরু করেন। হাততালি তো দূর অস্ত ছিল। আর সেই ঘটনায় কিছুটা বিরক্ত হয়ে যান সঞ্চালক তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। দর্শকদের ধমক দিয়ে তিনি বলেন, ‘ঠিকমতো আচরণ করুন।’ তাতে অবশ্য কোনও লাভ হয়নি। উলটে নেটপাড়ার একাংশের রোষের মুখে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মুম্বইয়ের ঘরের ছেলে মঞ্জরেকর। তাঁকে তোপ দেগে কেউ-কেউ বলতে শুরু করেছেন যে ‘জ্ঞান দেবেন না। আপনি বেকার এখানে জড়াচ্ছেন।’
ঠিক কী হয়েছিল ঘটনাটি?
অধিনায়ক হিসেবে রোহিত শর্মার যুগ শেষ হওয়ার পরে সোমবার প্রথমবার 'হোম' ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। টসের সময় মঞ্জরেকর বলেন, '২০২৪ সালের টাটা আইপিএলের ১৪ তম ম্যাচ। টসের জন্য আমরা তৈরি হয়ে গিয়েছি। আমাদের সঙ্গে দু'দলের ক্যাপ্টেন আছে। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, জোরে হাততালি দিন।' কিন্তু হাততালির আওয়াজ চাপ পড়ে যায় বিদ্রূপের তলায়। তাতে বিরক্ত হয়ে যান মঞ্জরেকর। দর্শকদের ধমক দিয়ে তিনি বলেন, ‘ঠিকমতো আচরণ করুন।’
আর তারপরই সোশ্যাল মিডিয়ায় তুমুল রোষের মুখে পড়েছেন মঞ্জরেকর। এক নেটিজেন বলেন, 'সঞ্জয় মঞ্জরেকর বলছেন যে ঠিকমতো আচরণ করুন। আপনিও রোষের মুখে পড়তে চাইছেন? আপনি আরও রোষের মুখে পড়ে গেলেন।' অপর একজন বলেন, 'এখন আমাদের জ্ঞান দিতে শুরু করেছেন সঞ্জয় মঞ্জরেকর। উনি জানেন না যে ফ্যানদের ছাড়া ক্লাবের কোনও অস্তিত্ব নেই।' একজন আবার বলেন, ‘দর্শকদের ঠিকমতো আচরণ করতে বলার সঞ্জয় মঞ্জরেকর কে?’
তবে সেইসবের মধ্যে ওয়াংখেড়ের দর্শকদের বিদ্রূপকে হাততালিতে পালটে ফেলার সুবর্ণ সুযোগ আছে হার্দিকের সামনে। কারণ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৩.৩ ওভারে মুম্বইয়ের স্কোর দাঁড়িয়েছে চার উইকেটে ২০ রান। তারপর ক্রিজে আসেন হার্দিক। বিশেষজ্ঞদের মতে, এই জায়গা থেকে হার্দিক যদি মুম্বইকে উদ্ধার করতে পারেন, তাহলে যে দর্শকরা তাঁকে বিদ্রূপ করছিলেন, তাঁদের চোখেই হিরো হয়ে উঠবেন ভারতের তারকা অলরাউন্ডার। সেটা কি পারবেন হার্দিক? সেটা সময়ই বলবে। তবে অতীতে প্রবল চাপের মুখে অসাধারণ সব ইনিংস খেলেছেন হার্দিক। ফলে নিজের মধ্যে থাকা পুরনো খেলোয়াড়কে ফিরিয়ে আনতে হবে তাঁকে।