শুভব্রত মুখার্জি:- সময়টা খুব একটা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য। গত ওডিআই বিশ্বকাপেও তারা নক আউট পর্বে যেতে পারেনি। এই বছরে টি-২০ বিশ্বকাপেও তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর। এই সফর থেকেই ভারতীয় সিনিয়র দলের হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন গৌতম গম্ভীর।খাতায় কলমে ভারতীয় দল এই মুহূর্তে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে যেহেতু সিরিজ শ্রীলঙ্কার মাঠে হবে ফলে শ্রীলঙ্কা যে কড়া চ্যালেঞ্জ দেবে তা বলাই যায়। প্রাক্তন তারকা শ্রীলঙ্কার ক্রিকেটার রাসেল আর্নল্ড আশা প্রকাশ করেছেন এই সিরিজে শ্রীলঙ্কা দল তাদের সেরাটা উজাড় করে দেবে।
আরও পড়ুন-অলিম্পিক্সে আবির্ভাবেই নজর কাড়লেন ভারতের ধীরজ! চিনে নিন ২২ বছর বয়সী এই তীরন্দাজকে…
সদ্য শেষ হয়েছে লঙ্কান প্রিমিয়র লিগ। এই লিগের শিরোপা জিতেছে জাফনা কিংস। এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রাসেল আর্নল্ডের। শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সনথ জয়সূর্য। রাসেলের আশা তাঁর প্রাক্তন জাতীয় দলের সতীর্থ বর্তমান দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। শনিবার থেকে ভারতের বিরুদ্ধে পাল্লিকিলেতে সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কা দল তাদের টি-২০ দলকে ঢেলে সাজাচ্ছে। দলের নয়া অধিনায়ক হয়েছেন চারিথ আসালঙ্কা।এমন আবহে এই সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার সোনি স্পোর্টসের মুখোমুখি হয়েছিলেন রাসেল আর্নল্ড। সেখানেই তাঁর মতামত ব্যক্ত করেছেন রাসেল আর্নল্ড।
আরও পড়ুন- ‘এবার পারফরমেন্স আরও ভালো হবে!’ অলিম্পিক্স অভিযান শুরুর আগে দেশবাসিকে বার্তা সিন্ধুর
তিনি জানিয়েছেন ‘ আমি এই সিরিজ নিয়ে খুব উত্তেজিত। কারণ সময় এসেছে শ্রীলঙ্কা দলকে অন্যদিকে (উন্নতির দিকে) তাকানোর। আমরা শেষ কয়েক মাসে ম্যাচে ফলাফল নিয়ে বারবার সমস্যায় পড়েছি। ফলে আমি নতুন করে একটা শুরুর অপেক্ষায় রয়েছি। সনথ (জয়সূর্য) এই মুহূর্তে দলের ইন্টারিম কোচ। আমাদের দলেও বেশ কিছু নতুন ক্রিকেটার এসেছে। তারা এই সুযোগটা নিতে মুখিয়ে থাকব। আমার আশা এই সিরিজে শ্রীলঙ্কা দল এবং তাদের ক্রিকেটাররা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। টি-২০ বিশ্বকাপে আমরা যে ফলাফল করেছি তাকে পিছনে ফেলে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া চারিথ আসালঙ্কার কাছে খুব বড় চ্যালেঞ্জ। একজন ক্রিকেটার হিসেবে চারিথ আসালঙ্কা খুব ভালো ক্রিকেটার।এবার ওঁকে অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্বও সামলাতে হবে। ফলে ওঁর উপর চাপ থাকবে।তবে আমি আশা করছি ও খুব ভালো ফল করবে।’
আরও পড়ুন-মার্কিন মুলুকে হেড-ম্যাক্সওয়েল ঝড়! কামিন্সদের হারিয়ে MLC-র ফাইনালে ওয়াসিংটন ফ্রিডম!