কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়া সাধারণত গর্বের বিষয় হিসেবে বিবেচিত হয় সব ক্রিকেটারের কাছে। তবে মেলবোর্ন টেস্টে ভারতীয় দল পরাজিত হওয়ার পরে রোহিত শর্মা সচিনের এমন একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন, যা মোটেও খুশি করবে না তাঁকে। ভারত যদি সিডনি টেস্টে অজিদের কাছে পর্যুদস্ত হয়, তবে সচিনকে টপকে লজ্জার নজিরে সর্বকালের সেরা ভারতীয় ক্যাপ্টেনে পরিণত হবেন হিটম্যান।
আসলে ক্যাপ্টেন হিসেবে একটি মরশুমে সব থেকে বেশি টেস্ট ম্যাচে পরাজিত হওয়ার নিরিখে সচিনের পাশে বসে পড়েন রোহিত শর্মা। ২০২৪-২৫ মরশুমে রোহিতের নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত মোট ৫টি টেস্টে পরাজিত হয়েছে। একটি মরশুমে ভারত অধিনায়ক হিসেবে সব থেকে বেশি টেস্ট হারের যুগ্ম রেকর্ড এটি।
১৯৯৯-২০০০ মরশুমে সচিনের নতেৃত্বে ভারতীয় দল মোট ৫টি টেস্ট ম্যাচ হারে। এবার রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪-২৫ মরশুমে টিম ইন্ডিয়া ৫টি টেস্টে পরাজিত হয়। একটি মরশুমে ভারতের ৫টি টেস্ট হারের রেকর্ড আরও রয়েছে। তবে সেগুলি একই ক্যাপ্টেনের অধীনে নয়। ভারতীয় দল ১৯৫৯, ১৯৬১-৬২, ১৯৬৭-৬৮ ও ১৯৮২-৮৩ মরশুমেও ৫টি করে টেস্ট ম্যাচ হারে। সেই মরশুমগুলিতে একাধিক ক্যাপ্টেনের অধীনে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:- ICC Awards 2024:বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হলেন কোন কোন ভারতীয়?
ভারত যদি সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়, তবে রোহিতের নেতৃত্বে চলতি মরশুমে ৬টি টেস্ট হারবে ভারতীয় দল। সেক্ষেত্রে এই প্রথমবার ভারত একই মরশুমে হাফ-ডজন টেস্টে পরাজিত হওয়ার হতাশাজনক নজির গড়বে।
আরও পড়ুন:- India 2025 Fixtures: ২০২৫ সালে ভারত কোন কোন দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে?
রোহিতের নেতৃত্বে ২০২৪-২৫ মরশুমে ভারতের টেস্ট হার
১. বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়।২. পুণে টেস্টে নিউজিল্যান্ডের কাছে ১১৩ রানে পরাজিত হয়।৩. মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের কাছে ২৫ রানে হেরে যায়।৪. অ্যাডিলেড টেস্টে অস্ট্রলিয়ার কাছে ১০ উইকেটে পরাজিত হয়।৫. মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হেরে যায়।
আরও পড়ুন:- ২০২৪ সালে টেস্টে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা? বুমরাহর ধারেকাছে কেউ নেই
উল্লেখ্য, মেলবোর্নের বক্সিং ডে টেস্টে পরাজিত হওয়া মাত্রই ভারতের সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ভারত যদি সিডনি টেস্টে অজিদের পরাজিত করে, তবে রোহিতরা লড়াইয়ে টিকে থাকবেন মাত্র, ফাইনালের টিকিট নিশ্চিত হবে না মোটেও। তার পরে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে তাদের শেষ সিরিজে অন্ততপক্ষে ১-০ ব্যবধানে হেরে যায়, সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে ভারতীয় দল।