Ranji Trophy Assam vs Chhattisgarh: ২০২৪ সালের রঞ্জি ট্রফিতে অসম বনাম ছত্তিশগড়ের ম্যাচটি রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচে অসমের অধিনায়ক রিয়ান পরাগ দুরন্ত একটি একটি ইনিংস খেলে সকলের নজর কাড়লেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে একটি বিপর্যয় সৃষ্টি করেছিলেন তিনি। যা বছরের পর বছর ধরে সকলেই মনে রাখবেন। এই ম্যাচে একটা সময়ে ছত্তিশগড়ের জয় নিশ্চিত মনে হচ্ছিল। তবে রিয়ান পরাগ যেভাবে ব্যাট হাতে অসমকে আশার আলো দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়।
এই ম্যাচে ছত্তিশগড় প্রথম ইনিংসে ৩২৭ রান করে এবং জবাবে অসমের পুরো দল প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায়। ফলোঅনের মুখোমুখি অসম দল দ্বিতীয় ইনিংসেও সমস্যায় পড়েছিল এবং মনে হচ্ছিল দলকে ইনিংস পরাজয়ের মুখোমুখি হতে হবে। তবে অসম দলের অধিনায়ক রিয়ান পরাগ এক অন্য উদ্দেশ্য নিয়ে যেন মাঠে নেমে ছিলেন। রিয়ান পরাগ দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন এবং মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেন। রিয়ান পরাগ ৮৭ বলে ১১টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১৫৫ রানের ইনিংস খেলে আউট হন।
চার নম্বরে ব্যাট করতে আসা রিয়ান পরাগ অন্য দিক থেকে ভালো সমর্থন পাননি। যদি তেমনটা হত তাহলে অসম নিজেদের অবস্থানকে আরও মজবুত করে তুলত। এমন অবস্থায় ছত্তিশগড় হারের সম্মুখীন হয়ে যেত। রিয়ান পরাগ এককভাবে ছত্তিশগড়ের বিরুদ্ধে অসমকে এগিয়ে দিয়েছিলেন। অসমর দল দ্বিতীয় ইনিংসে ২৫৪ রান করে অলআউট হয়ে যায় এবং ছত্তিশগড়কে জয়ের জন্য ৮৭ রানের লক্ষ্য দেয়। ছত্তিশগড় অতি সহজেই নিজেদের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচ ১০ উইকেটে জেতে ছত্তিশগড়। এমন অবস্থায় রিয়ান পরাগের এই ইনিংস দলের কাজে আসেনি।
যদিও রঞ্জি ট্রফির ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এই টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ঋষভ পন্তের নামে রয়েছে। ২০১৬ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্ত। প্রথম ইনিংসে মাত্র আট রান করেছিলে রিয়ান পরাগ আউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে তিনি তার ক্ষমতা দেখান। এই ম্যাচে অসমের দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ২২ বছর বয়সি অলরাউন্ডার রিয়ান পরাগ। মাত্র ৮৭ বলে এই রান করেন তিনি। তাঁর বিস্ফোরক ইনিংস চলাকালীন, পরাগ ১২টি ছক্কা এবং ১১টি চার মেরেছিলেন। আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন রিয়ান পরাগ। এদিনের ম্যাচে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। গত এক বছরে, রিয়ান পরাগ ঘরোয়া ক্রিকেটে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং এইভাবে তিনি অবশ্যই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সিনিয়র পুরুষ নির্বাচন কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করবেন।