শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও এমন ঘটনা কোনও দিন ঘটেছে বলে কেউ শোনেনি। দেশের প্রিমিয়র ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। শতবর্ষ পেরিয়ে গিয়েছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের। সেই টুর্নামেন্টের ইতিহাসেও ঘটেনি এমন ঘটনা কোনও দিন। শনিবার এমন এক বিরল, নজিরবিহীন এবং অবশ্যই লজ্জার ঘটনার সাক্ষী থেকেছেন ক্রিকেট ভক্ত থেকে কর্মকর্তা সকলে। ঠিক কি হয়েছিল শনিবার? মুম্বইয়ের বিরুদ্ধে ছিল বিহারের রঞ্জি ট্রফির ম্যাচ। সেই ম্যাচ খেলতেই বিহারের দুটি দল একেবারে সটান হাজির হয়ে যায় স্টেডিয়ামে। অবস্থা এমন খারাপ জায়গায় যায় যে দুই দলের মধ্যে রীতিমতো রক্তক্ষয়ী মারপিট পর্যন্ত হয়। এবার সেই লজ্জাজনক ঘটনা নিয়েই মুখ খুলেছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের জেলার প্রতিনিধি ওমপ্রকাশ জসওয়াল জানিয়েছেন, 'বিসিসিআইয়ের তরফে বিহারের সত্যিকারের যে দলটি খেলার কথা সেই দলকেই খেলার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও এমন ঘটনা ঘটেছে। যদিও ঘটনাটি ঘটেছে স্টেডিয়ামের বাইরেই। একটি জালি দল গঠন করা হয় প্রাক্তন সচিব অমিত কুমারের তরফে। তাদের তরফেই এরপর সমস্যা তৈরির চেষ্টা করা হয়। বিহার ক্রিকেটকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়। আমাদের নিরাপত্তারক্ষীরা এরপর ময়দানে নামে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনের শেষে সত্যিকারের যে দলটির রঞ্জি ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে খেলার কথা ছিল সেই দলটাই খেলছে।'
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও মনীশ রাজ ও মাঠের মিস-ম্যানেজমেন্টের বিষয়টি নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন সংবাদসংস্থা এএনআইকে। তিনি জানিয়েছেন, 'এই স্টেডিয়ামের ক্রিকেট মাঠটি খেলার উপযোগী। আর সেই কারণেই এখানে ম্যাচ দেওয়া হয়েছে। এলিট গ্রুপের সব ম্যাচ এই মাঠেই খেলা হয়। এই মাঠের বাইরের দিকের পরিকাঠামো নিয়ে যদি বলতে যাই তাহলে এটাই বলব যে তা ধ্বংস হয়ে গেছে। মাঠ নিয়ে এটাই বলব মাঠটি খুব ভালো মাঠ। ক্রিকেট খেলার যথেষ্ট উপযোগী একটা মাঠ। ম্যাচ রেফারিও কিন্তু এই মাঠের যথেষ্ট প্রশংসা করেছেন। বিসিসিআইয়ের তরফে আমাদেরকে নতুন স্টেডিয়াম তৈরির অনুমতিও দিয়ে দিয়েছে। আমি সেই বিষয়ে জমিও খোঁজ করছি। জমি পেয়ে গেলেই আপনারা বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিজস্ব মাঠ দেখতে পাবেন। আমাদের ক্ষমতা এই মুহূর্তে সীমিত। সেই ক্ষমতা নিয়েই আমরা যেটা সেরা আয়োজন করা সম্ভব তা আয়োজন করেছি।'