ইব্রাহিম জাদরান করলেন শতরান, আর পাকিস্তানিরা এই পারফরমেন্সের প্রায় পুরো কৃতিত্ব দিচ্ছেন দলের মেন্টর তথা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খানকে। বিষয়টি হাস্যকর হলেও পাকিস্তানের পক্ষে কোনও কিছুই অসম্ভব নয়। তাই ইব্রাহিম জাদরানের ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের পরই পাকিস্তানিদের পোস্টের ছড়াছড়ি ইউনিস খানকে নিয়ে। দেখে বোঝা যাবে না, শতরানটা ইব্রাহিম করেছেন না ইউনুস।
আরও পড়ুন-FIH Pro League-এ চমক ভারতের! প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারাল দীপিকারা
পাকিস্তানিরা ক্রেডিট দিচ্ছে ইউনিসকে
অবশ্য আরেকমহলের নেটিজেনরা অবশ্য পাকিস্তান ক্রিকেটভক্তদের একহাত নিতেও ছাড়েননি। কারণ ইউনিস খান নিজে যদি মেন্টর হিসেবে এতই সফল হন, তাহলে তাঁকে পাকিস্তান দলে কেন রাখা হল না, এই প্রশ্ন করেছেন অনেকে। আবার তার পাল্টা উত্তরও দিয়েছেন অনেকে। যেমন এক নেটিজেন বলেছেন, পাকিস্তানে প্রতিভার অভাব রয়েছে, তাই ইউনিস পাকিস্তানের কোচ হলেও তাঁদের থেকে এমন পারফরমেন্স বের করতে পারবেন না।
তিন বছরে তিন মেন্টর আফগানদের
২০২২ সালেও আফগানিস্তান দলের সঙ্গে কাজ করেছিলেন ইউনিস খান। এরপর তিনটি আইসিসি ইভেন্টে আফগান বোর্ডের তরফে তিনজন বিদেশিকে রিক্রুট করা হয়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে আফগানদের মেন্টর ছিলেন অজয় জাদেজা, এরপর ২০২৪ সাল নাগাদ তাঁদের বোলিং কোচের দায়িত্ব পান ডোয়েন ব্র্যাভো। আর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় তাঁদের দেশেরই প্রাক্তনীকে মেন্টর হিসেবে বেছে নেয় আফগান ক্রিকেট বোর্ড।
মাস্ট উইন ম্যাচে শতরান জাদরানের
ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মাস্ট উইন ম্যাচে দুরন্ত শতরান করেন ইব্রাহিম জাদরান। ৩৭ রানে তিন উইকেট পড়েছিল আফগানদের, সেখান থেকেই ইব্রাহিমের দুরন্ত ইনিংসের সুবাদে আফগানিস্তানের রান পৌঁছায় ৭ উইকেটে ৩২৫ রানে। ১৪৭ বলে ১৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। সেই সুবাদে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হন।
আফগান ব্যাটারদের মধ্যে ওডিআইতে সর্বোচ্চ রান জাদরানের
এছাড়াও আফগানিস্তান দলের ব্যাটারদের মধ্যে ওডিআইতে সব থেকে বেশি রানই তাঁর। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। আর তাঁর ব্যাটিং দেখেই কিনা পাক ক্রিকেটভক্তরা নিজেরা ক্রেডিট নিতে চাইলেন। বাস্তবকে গুরুত্ব দিয়ে যদি তাঁরা বুঝতে পারতেন দলের খারাপ পারফরমেন্সের কারণ গোড়ায় গণ্ডগোল, তাহলে তাঁদের দলেরই ভালো হত।