সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল শুক্রবার রায়পুরে ২০ রানে জয়ের হাত ধরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়ে ফেলেছে। রিঙ্কু সিং, জিতেশ শর্মা, যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়দের লড়াইয়ের হাত ধরে ভারত প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করে। এর পর ভারতীয় বোলাররাও আগুনে মেজাজে অজিদের থামিয়ে দেন ৭ উইকেটে ১৫৪ রানে। অক্ষর প্যাটেল তিন উইকেট নেন এবং দীপক চাহার দু'টি উইকেট তুলে নেন।
এদিন দুরন্ত বল করেন অক্ষর। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন তিনি। এই ম্যাচের পর দিন অর্থাৎ শনিবার অক্ষর প্যাটেলের একটি রহস্যময় পোস্ট ভাইরাল হয়েছে। এক্সে অক্ষর লিখেছেন, ‘চুপচাপ সরে যান। চেকমেট বলার সময় হলেই কথা বলুন।’
অক্ষর প্যাটেল স্বীকার করেছেন যে, চোটের কারণে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে খেলতে না পারায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। এবং পরে হতাশা কাটিয়ে উঠতে তিনি রিহ্যাবে মনোনিবেশ করেছিলেন। প্রায় এক সপ্তাহ সময় লেগেছিল তাঁর এই হতাশা কাটাতে। ২৯ বছর বয়সী এই তারকা প্রথমে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন। কিন্তু এশিয়া কাপের সময় বাঁ-দিকের কোয়াড্রিসেপের চোটের কারণে তাঁকে বাদ পড়তে হয়। রবিচন্দ্রন অশ্বিন তাঁর পরিবর্তে ১৫ সদস্যের দলে জায়গা করে নেন।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে অক্ষর বলেছেন, ‘অবশ্যই, আপনি হতাশ হতে বাধ্য। বিশ্বকাপ ভারতে ছিল, কিন্তু চোট হয়ে গিয়েছিল আমার। প্রথম কয়েক দিন, আমি এটা নিয়ে ভেবেছিলাম। ভাবতাম, চোটের কারণে খেলতেই পারব না। কিন্তু, দল ভালো করছিল, তাই ৫-১০ দিন পরে, আমি অনুশীলন শুরু করি। এবং আমার রিহ্যাবে মন দিই। কিন্তু, আপনি যখন চোটের কারণে বাইরে থাকেন এবং সেই ৫-১০ দিন কিছু করার মতো মনের অবস্থাই থাকে না। খারাপ লাগাটা তো থেকেই যায়। এর পর আমি রুটিন লাইফে ফিরে আসি।’
তিনি যোগ করেছেন, ‘আমি বিচলিত ছিলাম। তবে এটা চোটের কারণে ঘটেছে। এটা কারও হাতে নেই। এটা খেলারই অঙ্গ। আপনি যদি চোটের কারণে কিছু সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যান এবং তার পরে ফের ২২ গজে ফিরে আসেন, আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন এবং আপনাকে আপনার শরীরেরও যত্ন নিতে হবে, তাই আমিও একটি ম্যাচ সময় নিয়েছি।’