ম্যাট কুনম্যানের চোট নিয়ে এখনও স্পষ্ট খবর নেই অস্ট্রেলিয়া শিবিরের কাছে। নির্বাচকরা অপেক্ষা করে রয়েছেন বিস্তারিত রিপোর্টের জন্য। এরকম পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফরে বাড়তি চাপ সামলাতে হতে পারে টড মার্ফিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে লঙ্কা সফরে যাবেন অজিরা। সেখানে দুটি টেস্ট এবং দুটি ওডিআই ম্যাচ খেলবে তারা। বর্ডার-গাভাসকর ট্রফি চ্যাম্পিয়ন হওয়ায় এই মুহূর্তে টেস্ট সিরিজের গুরুত্ব আর নেই। ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছে অস্ট্রেলিয়া। সেই কারণে অজি শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উপমহাদেশীয় উইকেটে গুরুত্বপূর্ণ হতে চলেছে খেলাটি। সেখানে নিজেদের স্পিন শক্তিকে যাচাই করে নেবে অজি শিবির।
আঙুলে চোট ম্যাট কুনম্যানের:
বিগ ব্যাশ লিগের ম্যাচে বল করার সময় চোট পেয়েছিলেন ম্যাট কুনম্যান। ব্রিসবেন হিটের হয়ে খেলার সময় চোট লাগে তাঁর। নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট লাগে তাঁর। অস্ত্রোপচার করতে হয়ে কুনম্যানের। যদিও যেই হাতে চোট রয়েছে, তাঁর সেই হাত দিয়ে বল করেন না তিনি। তবে এখনই শ্রীলঙ্কা সফরে তাঁকে পাওয়া যাবে কিনা সেই বিষয়টা নিশ্চিত নয়। শুক্রবার রাত পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর ইনজুরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছিল।
বাড়তি চাপ নিতে হতে পারে মার্ফিকে:
শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে নাথান লিয়নের পাশে খেলতে দেখার সম্ভাবনা ছিল টড মার্ফি অথবা ম্যাট কুনম্যানের মধ্যে যে কোনও একজনকে। এই মুহূর্তে যা পরিস্থিতি. তাতে যদি কুনম্যান সুস্থ না হয়ে ওঠেন, তাহলে মার্ফিকেই প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে। এই ক্ষেত্রে বাড়তি চাপ নিতে হতে পারে তাঁকে, কারণ গলে স্পিন একটা বড় ভূমিকা পালন করবে।