বাংলার ক্রিকেটের প্রতিভার সম্ভাব কি এবার শেষের পথে? প্রশ্নটা উঠতে শুরু করেছে। তবে অনেকে বলতেই পারে, বর্তমানে বাংলা দলের বেশ কিছু ক্রিকেটার আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এবং ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছে। ধরা যাক মহম্মদ শামির কথা। তাঁর বাংলায় জন্ম না হলেও তিনি এখনও পর্যন্ত খাতায় কলমে বাংলার ক্রিকেটার। যদিও বেশ কয়েক বছর ধরেই তিনি জাতীয় দলে খেলার জন্য বাংলার হয়ে খেলেন না। এছাড়াও মুকেশ কুমার, আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ রয়েছে, যারা ভারতীয় দলে মাঝে মধ্যেই খেলছেন। কিন্তু তারা বাংলার হয়ে খেললেও এখানে জন্ম হয়নি।
এই প্রসঙ্গ উঠে এল এই কারণেই, আগামী বছর জানুয়ারি মাসে শ্রীলঙ্কার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে। ছোটদের বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বিসিসিআই। এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপের আসর। তার মধ্যেই ছোটদের জন্য মাঠে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ছোটদের এই বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ২০-২৫ জনের দল বেঁছে নিয়েছে বিসিসিআই। কিন্তু সেই দলে নেই বাংলার কোনও তরুণ ক্রিকেটার।
সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী বাংলার কোনও ক্রিকেটারকে নাকি পছন্দ হয়নি ভারতীয় বোর্ডের নির্বাচকদের। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে বাংলার ক্রিকেটের জন্য এর থেকে খারাপ কিছু হতে পারে না। কারণ অনূর্ধ-১৯ বিশ্বকাপকে বলা হয় ভারতীয় সিনিয়র দলের সাপ্লাই লাইন। কারণ এখান থেকেই উঠে এসেছেন বিরাট কোহলি সহ আরও ক্রিকেটার। ফলে এই বিশ্বকাপ বেশ গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত অন্যতম ধারাবাহিক দল। বাংলা থেকে এর আগে শ্রীবৎস গোস্বামী, রবিকান্ত সিং, ইশান পোড়েল সহ অনেককেই খেলতে দেখা গিয়েছে এই টুর্নামেন্টে। সব শেষ অভিষেক পোড়েল সুযোগ পান। কিন্তু সেবার তিনি একটি ম্যাচও খেলতে পারেননি।
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যদি বাংলা থেকে একটি ছেলে এই জাতীয় দলে সুযোগ না পান তাহলে, এটা বঙ্গ ক্রিকেটের জন্য কতটা খারাপ তা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। গত কয়েক বছর আগেই বাংলার ক্রিকেটে প্রতিভা তুলে আনতে ভিশন ২০-২০ চালু করে সিএবি। কিন্তু এই বছর সেই ভিশন ২০-২০ হয়নি। আর সেই জন্যই কি ভারতীয় দলে জায়গা হল না কোনও তরুণ প্রতিভার? প্রশ্ন উঠতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।