বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো জায়গায় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করল পাকিস্তান ক্রিকেট দল। এরপরই তাঁরা দ্বিতীয় দিনের শেষে কয়েক ওভার বাংলাদেশকে খেলানোর জন্য ইনিংস ডিক্লিয়ার করে দেয়। নাহলে এই রান আরও অনেকটাই বাড়তে পারত। অসাধারণ ইনিংস খেললেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান, তাঁকে যোগ্য সংগত দিয়ে শতরান করলেন মিডল অর্ডারের ব্যাটার সৌদ শাকিল। তাঁদের ২৪০ রানের জুটি ভাঙার পরেও রিজওয়ান দুরন্ত ইনিংস খেলে যান, আরও ৯০ রান যোগ করে পাকিস্তান ক্রিকেট দল। এরপর তাঁরা ইনিংস ডিক্লিয়ার ঘোষণা করে। অশান্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও যেন নিজেদের চেনা ছন্দ দেখা যায়নি। বোঝাই যাচ্ছিল, দেশে হওয়া অশান্ত পরিবেশের প্রভাব তাঁদের খেলার ওপরেও পড়েছে।
আরও পড়ুন-‘মেরে হাড়গোড় ভেঙে,তারপর ফাঁসি দেওয়া হোক’! আর জি করের ঘটনায় ক্ষুব্ধ চাহাল… পরে ডিলিট করলেন পোস্ট!
প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান দলের অধিনায়ক ব্যর্থ হন। টেস্টে পাক দলের অধিনায়ক শন মাসুদ আউট হন মাত্র ৬ রানে। পাকিস্তান দলের সিমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বাবর আজম বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতা খুলতেই পারেননি, ০ রানে শরিফুল ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বাবর। অবশ্য এটা টেস্টের প্রথম দিনের ঘটনা।
আরও পড়ুন-বড় ভুল করছে চলেছে বিসিসিআই! Border Gavaskar সিরিজ শুরুর আগে বার্তা অজি তারকা ম্যাথিউ হেডেনের…
রাওয়াপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে জোড়া শতরান করলেন পাকিস্তানের দুই ব্যাটার। শুরুর দিকে ব্যাটিংয়ে রানের নিরিখে এগিয়ে ছিলেন সৌদ শাকিল। কিন্তু মহম্মদ রিজওয়ান ব্যাট করতে এসে পরপর শট খেলতে থাকেন, সেই সুবাদে তিনি আগে শতরান পূর্ণ করেন। শাকিবের বলে চার মেরে টেস্টে নিজের তৃতীয় শতরানটি করেন মহম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত ১৭১ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।
আরও পড়ুন-‘ভালো টাকা পেলে,আমি নিজেই নিজের চরিত্রে অভিনয় করব’! বায়োপিক নিয়ে বললেন রাহুল দ্রাবিড়!
এরপর কিছুক্ষণের মধ্যেই শতরান করেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল। মেহেদি হাসানের বলে দুরান নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট নিজের শতরান করেন তিনি। এটি ছিল তাঁর টেস্টে তৃতীয় শতরান, শেষ পর্যন্ত ১৪১ রানে মেহেদি হাসান মিরাজের বলেই স্টাম্প আউট হন শাকিল। পাকিস্তানের স্যাম আয়ুব প্রথম ইনিংসে অর্ধশতরান করেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে তাঁদের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান। ১২ ওভার বোলিং করলেও একটিও উইকেট তুলতে পারেনি পাক বোলাররা।