ব্রিসবেন টেস্টে মহম্মদ সিরাজ ও মার্নাস ল্যাবুশানের মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই দেখা গিয়েছিল। যে লড়াইয়ে শেষমেশ জয় হয়েছিল ভারতীয় শিবিরের। মেলবোর্নে সেই একই দ্বন্দ্ব দেখা গেল মিচেল স্টার্ক ও যশস্বী জসওয়ালের মধ্যে। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় বর্ডার-গাভাসকর ট্রফির পরপর ২টি টেস্টে। যদিও এবার অজিদের রণকৌশলে জল ঢালেন যশস্বী জসওয়াল।
ব্রিসবেন টেস্টে কী ঘটেছিল
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে মার্নাসের মনোসংযোগ ভাঙতে মজাদার কাণ্ড ঘটান সিরাজ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩১.১ ওভারের শেষে বোলার সিরাজ সোজা এগিয়ে যান স্ট্রাইকার প্রান্তে। ব্যাটার মার্নাস একটু মজার ছলেই মুখ এগিয়ে নিয়ে গিয়ে তাকিয়ে থাকেন সিরাজের দিকে। তবে সিরাজ গিয়ে স্টাম্পের উপরে একটি বেলকে অপরটির সঙ্গে বদলে দেন এবং বোলিং ক্রিজের দিকে হাঁটা লাগান।
সিরাজ মুখ ঘুরিয়ে বোলিং ক্রিজের দিকে হাঁটা লাগানোর পরেই ল্যাবুশান পুনরায় ২টি বেলকে আগের মতো করে দেন। অর্থাৎ, ফের একটি বেলকে অপরটির সঙ্গে বদলে দেন তিনি।
আরও পড়ুন:- Rohit vs Cummins: দুই ইনিংসেই ডাহা ফেল রোহিত, মেলবোর্নে হিটম্যানকে ফিরিয়ে দুরন্ত রেকর্ড কামিন্সের
এবার মেলবোর্ন টেস্টে কী ঘটে
সোমবার ভারতের দ্বিতীয় ইনিংসের ৩২.৪ ওভারে ঋষভ পন্তকে বল করার পরে বোলিং ক্রিজে ফিরছিলেন স্টার্ক। তিনি ফেরার পথে নন-স্ট্রাইকার প্রান্তের বেল দু'টির একটিকে অপরটির সঙ্গে বদলে দেন। স্টার্কের এমন কাজ পছন্দ হয়নি নন-স্ট্রাইকার ব্যাটার যশস্বী জসওয়ালের। তিনি পরক্ষণেই পুনরায় বেলগুলিকে বদলে দেন। অর্থাৎ, ২টি বেলকে আগের মতোই পুরনো অবস্থানে ফিরিয়ে দেন। এই নিয়ে স্টার্ক ও যশস্বীর মধ্যে হালকা চালে বাক্য বিনিময়ও হয়।
আরও পড়ুন:- Bumrah On Brink Of History: লিয়নের মিডল স্টাম্প ছিটকে সুপার থার্টি বুমরাহর, বেদীর রেকর্ড ভাঙতে দরকার ২টি উইকেট- ভিডিয়ো
উল্লেখযোগ্য বিষয় হল, ব্রিসবেনের সেই ঘটনার পরে মার্নাস ল্যাবুশানের মনোসংযোগে বিঘ্ন ঘটে। তিনি সিরাজের সেই ওভারের ৫টি বল নির্বিঘ্নে খেলে দেন বটে তবে পরের ওভারেই নীতীশ রেড্ডির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে আউট হয়ে বসেন।
আরও পড়ুন:- ICC Awards 2024: আইসিসির বর্ষসেরা T20I ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে আর্শদীপ সিং, জোর টক্কর পাক তারকার সঙ্গে
এবার মেলবোর্নে যশস্বীর মনোসংযোগে চিড় ধরাতে পারেননি স্টার্ক। অজি পেসারের মেন্টাল গেম প্রভাব ফেলেনি যশস্বীর খেলায়। কেননা কিছুক্ষণ পরেই যশস্বী ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান।
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন যশস্বী জসওয়াল। ব্যক্তিগত ৮২ রানের মাথায় কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এবার দ্বিতীয় ইনিংসে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন যশস্বী। ৭টি বাউন্ডারির সাহায্যে ১২৭ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান জসওয়াল।