মেরেকেটে ৭৭ জন ক্রিকেটার দল পাবেন আসন্ন আইপিএল নিলাম থেকে। সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পেতে পারেন নিলামে। তবে তার জন্য যে পরিমাণ আবেদন জমা পড়েছে, সেটাই প্রমাণ করে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মাহাত্ম্য।
২০২৪ আইপিএলের মিনি নিলামের জন্য ১১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। যাঁদের মধ্যে এমন কিছু বড় নাম রয়েছে, যাঁদের নিয়ে নিলামে টানাটানি হবে বিস্তর।
কতজন ক্রিকেটার নিলামের জন্য নাম লিখিয়েছেন:-
আইপিএল ২০২৩-এর মিনি নিলামের জন্য রেজিস্ট্রেশন জমা পড়েছে ১১৬৬ জন ক্রিকেটারের।
কতজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন তালিকায়:-
নিলামের জন্য নাম নথিভুক্ত করা ক্রিকেটারদের তালিকায় স্বাভাবিকভাবেই ভারতীয়দের সংখ্যা বেশি। এবার নিলামের জন্য নাম জমা দিয়েছেন মোট ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার।
কতজন বিদেশি ক্রিকেটার রয়েছেন তালিকায়:-
নিলামের জন্য নাম জমা দেওয়া ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে বিদেশি তারকা রয়েছেন ৩৩৬ জন।
কতজন ঘরোয়া ক্রিকেটার রয়েছেন তালিকায়:-
নিলামের জন্য নাম জমা দেওয়া ক্রিকেটারদের মধ্যে ৯০৯ জন এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
আরও পড়ুন:- Most Centuries in Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে রুতুরাজের সব থেকে বেশি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন অঙ্কিত
কতজন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন তালিকায়:-
১১৬৬ জনের মধ্যে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ২১২ জনের।
কতজন সহযোগী দেশের ক্রিকেটার রয়েছেন তালিকায়:-
আইসিসির সহযোগী দেশের ৪৫ জন ক্রিকেটার এবার আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোন কোন ভারতীয় তারকা রয়েছেন তালিকায়:-
৮৩০ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ১৮ জন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই তালিকায় রয়েছেন বরুণ অ্যারন, কেএস ভরত, কেদার যাদব, সিদ্ধার্থ কৌল, ধাওয়াল কুলকার্নি, শিবম মাভি, শাহবাজ নদিম, করুণ নায়ার, মণীশ পান্ডে, হার্ষাল প্যাটেল, চেতন সাকারিয়া, মনদীপ সিং, বরিন্দর স্রান, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, হনুমা বিহারী, সন্দীপ ওয়ারিয়র ও উমেশ যাদব।
আরও পড়ুন:- IND-A vs ENG-A Women's T20: জীবনদান পেয়েই ঝড় তুললেন ইসি ওং, ক্যাচ ছেড়ে ম্যাচ হারল ভারত এ